January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, September 5th, 2021, 7:51 pm

প্রভাসের সঙ্গে অভিনয় করবেন হিনা খান

অনলাইন ডেস্ক :

হিনা খান বলিউডের অভিনেত্রী। টেলিভিশনে জনপ্রিয়তা পেয়ে তিনি সিনেমায় আসেন। তিনি স্টার প্লাসের ‘ইয়ে রিশতা কেয়া কেহলতা হ্যায়’-তে অক্ষরা এবং ‘কসৌটি জিন্দাগি কায়’ সিরিয়ালে কমলিকা চরিত্রে অভিনয় করে ব্যাপক আলোচিত হন। এরপর বিক্রম ভাটের পরিচালনায় সিড মক্কারের বিপরীতে ‘হ্যাকড’ সিনেমা দিয়ে বলিউডে অভিষিক্ত হন। বলিউড লাইফের প্রতিবেদন অনুযায়ী, হিনা খান এবার বাহুবলী খ্যাত অভিনেতা প্রভাসের সঙ্গে জুটি হয়ে আসতে যাচ্ছেন। এর মধ্য দিয়ে দক্ষিণী চলচ্চিত্রেও আত্মপ্রকাশ ঘটবে হিনার। প্রভাসের সঙ্গে ‘বৃন্দাবন’ সিনেমায় কাজ করবেন হিনা। প্রতিবেদনটি তার সমস্ত ভক্তদের জন্য একটি চমক হিসাবে আসলেও দক্ষিণী তারকা প্রভাসের সঙ্গে অভিনেত্রীকে দেখার বিষয়টি এখনো অফিশিয়ালি জানা যায়নি। এদিকে জন্মাষ্টমী উপলক্ষে প্রভাস অভিনীত ‘রাধা শ্যাম’ ছবির আরেকটি পোস্টার প্রকাশ হয়েছে। সেটি বেশ আলোড়ন তুলছে। সিনেমাটি আগামী বছর মকর সংক্রান্তিতে ভারতব্যাপী বেশ কয়েকটি ভাষায় একযোগে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানা গেছে।