অনলাইন ডেস্ক :
আগামী মাসে অস্ট্রেলিয়ায় শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। মূল লড়াইয়ের আগে ১৬টি দল খেলবে প্রস্তুতি ম্যাচ। বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি ১৬ দলের প্রস্তুতি ম্যাচের সূচি চূড়ান্ত করেছে। আসন্ন ইভেন্টে বাংলাদেশ সরাসরি সুপার টুয়েলভে খেলবে। সুপার টুয়েলভ নিশ্চিত করা দলগুলোর প্রস্তুতি ম্যাচ হবে ১৭ ও ১৯ অক্টোবর। অন্যদিকে প্রথম রাউন্ডের দলগুলোও ১০ থেকে ১৩ অক্টোবর প্রস্তুতিমূলক ম্যাচ খেলার সুযোগ পাবে। ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে বাংলাদেশ ১৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে। একই মাঠে দুইদিন পর বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। দুটি ম্যাচই তারা খেলবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়। প্রথম প্রস্তুতি ম্যাচ হবে ১০ অক্টোবর জাংশন ওভালে ওয়েস্ট ইন্ডিজ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে। একই দিন স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস একই ভেন্যুতে খেলবে এবং ওই দিনই শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের ম্যাচ হবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অ্যাডিলেডে ১০ দিনের ক্যাম্প করার কথা ছিল বাংলাদেশের। কিন্তু এর আগে আইসিসি আয়োজিত দুইটি প্রস্তুতি ম্যাচের কারণে সেই ক্যাম্প আর হচ্ছে না। বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘ত্রিদেশীয় সিরিজ এবং আইসিসির দুটি প্রস্তুতি ম্যাচের কারণে টানা খেলার ওপর থাকবেন ক্রিকেটাররা। এ সময়ে ক্যাম্প করার কোনও সুযোগ নেই। অনুশীলনের থেকে ম্যাচ খেলার সুযোগটি আমরা কাজে লাগাতে চাই। এতে ক্রিকেটাররা আরও ভালো প্রস্তুতির সুযোগ পাবে।’
১৬ দলের প্রস্তুতি ম্যাচের চূড়ান্ত সূচি
১০ অক্টোবর-
ওয়েস্ট ইন্ডিজ বনাম আমিরাত, জাংশন ওভাল
স্কটল্যান্ড বনাম নেদারল্যান্ডস, জাংশন ওভাল
শ্রীলঙ্কা বনাম নামিবিয়া, এমসিজি
১১ অক্টোবর-
নামিবিয়া বনাম আয়ারল্যান্ড, এমসিজি
১২ অক্টোবর-
ওয়েস্ট ইন্ডিজ বনাম নেদারল্যান্ডস, এমসিজি
১৩ অক্টোবর-
জিম্বাবুয়ে বনাম নামিবিয়া, জাংশন ওভাল
শ্রীলঙ্কা বনাম আয়ারল্যান্ড, জাংশন ওভাল
স্কটল্যান্ড বনাম আমিরাত, এমসিজি
১৭ অক্টোবর-
অস্ট্রেলিয়া বনাম ভারত, গ্যাবা
নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা, অ্যালান বোর্ডার ফিল্ড
ইংল্যান্ড বনাম পাকিস্তান, গ্যাবা
আফগানিস্তান বনাম বাংলাদেশ, অ্যালান বোর্ডার ফিল্ড
১৯ অক্টোবর-
আফগানিস্তান বনাম পাকিস্তান, গ্যাবা
বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, অ্যালান বোর্ডার ফিল্ড
নিউজিল্যান্ড বনাম ভারত, গ্যাবা
আরও পড়ুন
স্বপ্ন পূরণের ‘প্রেরণাদাতা ও যোদ্ধা’ তামিম বললো: বিসিবি
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম