অনলাইন ডেস্ক :
স্টিভেন জেরার্ডকে ছাঁটাইয়ের পর নতুন কোচ বেছে নিতে খুব বেশি সময় নিল না অ্যাস্টন ভিলা। দায়িত্ব তুলে দেওয়া হলো স্প্যানিশ কোচ উনাই এমেরির হাতে। বিবৃতি দিয়ে সোমবার ৫০ বছর বয়সী এমেরিকে নিয়োগ দেওয়ার বিষয়টি জানায় প্রিমিয়ার লিগের ক্লাবটি। তবে চুক্তির মেয়াদ সম্পর্কে কিছু জানানো হয়নি। স্পেন ঘুরে তিন বছর পর প্রিমিয়ার লিগের ফিরলেন এমেরি। তার বিদায়ে এখন নতুন কোচ খুঁজতে হবে লা লিগার ক্লাব ভিয়ারিয়ালকে। ২০২০ সালে ভিয়ারিয়ালের দায়িত্ব নেওয়ার পর এমেরির হাত ধরে ২০২০-২১ মৌসুমে ইউরোপা লিগ জেতে ক্লাবটি। পরের মৌসুমে দলটি খেলেছিল চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে। ভিয়ারিয়ালের আগে আরেক স্প্যানিশ ক্লাব সেভিয়ার হয়েও ইউরোপ লিগ জেতার অভিজ্ঞতা আছে এমেরির- ২০১৩-১৪ মৌসুম থেকে টানা তিনবার। ইংল্যান্ডের শীর্ষ লিগে এমেরির আগের অভিজ্ঞতা খুব একটা সুখকর নয়। ২০১৮ সালের গ্রীষ্মে আর্সেনালের দায়িত্ব নেওয়ার ১৮ মাসের মাথায় দলের টানা বাজে পারফরম্যান্সের কারণে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। চলতি মৌসুমে দলের বাজে পারফরম্যান্সের কারণে জেরার্ডকে গত বৃহস্পতিবার দায়িত্ব থেকে সরিয়ে দেয় অ্যাস্টন ভিলা। লিগে ১২ ম্যাচে ৩ জয়ে ১২ পয়েন্ট নিয়ে ১৪তম স্থানে আছে তারা। ওয়ার্ক পারমিটের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর আগামী ১ নভেম্বর থেকে ভিলার দায়িত্ব গ্রহণ করবেন সাবেক পিএসজি কোচ এমেরি।
আরও পড়ুন
চমক দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা, বাদ সাকিব-লিটন
স্বপ্ন পূরণের ‘প্রেরণাদাতা ও যোদ্ধা’ তামিম বললো: বিসিবি
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল