অনলাইন ডেস্ক :
প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির শিরোপা প্রতিদ্বন্দ্বিদের সতর্ক করে দিয়ে আর্লিং ব্রত হালান্ড বলেছেন, ইংলিশ ফুটবলের প্রতিযোগিতামুলক পরিবেশ তাকে আরো উন্নত করবে। আগামী রোববার ওয়েস্টহ্যামের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রিমিয়ার লিগে অভিষিক্ত হতে যাচ্ছেন নরওয়ের এই ফুটবল তারকা। এই গ্রীষ্মে সবচেয়ে আলোচিত দল বদল ছিল হালান্ডের প্রিমিয়ার লিগে আগমন। এবারের দলবদলে ইংলিশ প্রিমিয়ার লিগের ২০টি শীর্ষ ক্লাব এক বিলিয়ন পাউন্ডেরও বেশী টাকা ব্যয় করেছে। বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে ৮৯ ম্যাচে ৮৬ গোল করার পর শীর্ষ ক্লাবগুলোর দৃষ্টি পড়ে ২২ বছর বয়সী হালান্ডের উপর। তবে এই তারকা বলেছেন পেপ গার্দিওলার অধীনে খেলার ইচ্ছে থেকেই ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছেন তিনি। স্কাই স্পোর্টসকে হালান্ড বলেন, ‘একজন তরুন খেলোয়াড় হিসেবে নিজের উন্নতির জন্য, বিভিন্ন কৌশল রপ্ত করার জন্য ইংল্যান্ডের সেরা দল এবং পেপ গার্দিওলার মতো কোচের অধীনে খেলতে হবে। আমি ফুটবলকে পছন্দ করার কারণ হচ্ছে এখানে সব সময় নিজের উন্নতি করা যায় এবং সব সময় ভালো করার সুযোগ থাকে।’ পঞ্চম ক্লাব হিসেবে ইংলিশ চ্যাম্পিয়ন শিবিরে যোগ দিয়েছেন হালান্ড। ডর্টমুন্ডে যোগ দেয়ার আগে ব্রাইন, মলদে ও রেড বুল সালজবার্গে খেলেছেন তিনি। হালান্ড বলেন, ‘সুবিধাজনক অবস্থান থেকে বেরিয়ে আসাও এই খেলার একটি অংশ যেটি আমি করে যাচ্ছি। আমাকে আরো বেশী বিকশিত হতে হবে তাই আমি এটিকে পছন্দ করি। সেই সঙ্গে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।’ তিনি বলেন, ‘আমি এমন একজন খেলোয়াড় যিনি গোলের জন্য ক্ষুধার্ত। যে প্রতিটি ম্যাচ জিততে চায় এবং নিজের শতভাগ উজাড় করে খেলে। এগুলো সাধারণ বিষয় হলেও বেশ গুরুত্বপুর্ন’।
আরও পড়ুন
স্বপ্ন পূরণের ‘প্রেরণাদাতা ও যোদ্ধা’ তামিম বললো: বিসিবি
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম