অনলাইন ডেস্ক :
দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছেন দেশটির সাবেক তারকা অলরাউন্ডার ভারনন ফিল্যান্ডার। কেন্দ্রীয় চুক্তির একটি ধারা বোর্ডের তরফ থেকে যথাযথ পালন না করায় এ পদক্ষেপ নিয়েছেন তিনি। ফিল্যান্ডারের অভিযোগ, ক্যারিয়ারের শেষ দিকে চুক্তির প্রতিশ্রুতি অনুযায়ী অর্থ সম্মান দেওয়া হয়নি তাকে। এ কারণেই বোর্ডকে আদালতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ফিল্যান্ডার। ২০১৮ সালের দিকে দক্ষিণ আফ্রিকার বেশিরভাগ ক্রিকেটার যখন কলপাক চুক্তিতে ইংল্যান্ডে চলে যাচ্ছিল, তখন জাতীয় দলের হয়েই খেলার সিদ্ধান্তে অটল ছিলেন ফিল্যান্ডার। এজন্য নতুন কেন্দ্রীয় চুক্তিতে তাকে বাড়তি অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল সিএ। কিন্তু কিছুদিন পরই নিজেদের প্রতিশ্রুতি থেকে সরে দাঁড়ায় ক্রিকেট প্রোটিয়া বোর্ড। এই বিষয়ে দক্ষিণ আফ্রিকান সংবাদ মাধ্যমে ফিল্যান্ডার বলেছেন, ‘২০১৮ সালে শ্রীলঙ্কা সফরের সময় ক্রিকেটারদের নিয়ে সিএ খুবই চিন্তিত ছিল। কারণ কলপাক চুক্তিতে কাইল অ্যাবট, মার্চেন্ট ডি ল্যাঙ্গে, ওয়েন পারনেলের মতো বোলারদের হারিয়ে ফেলেছিলাম আমরা। মরনে মরকেলও সারেতে যোগ দেওয়ার জন্য অবসর নিয়ে নেয়। সেই বৈঠকের পর আমি আমার এজেন্ট আর্থুর টার্নারকে ফোন করে বলি যে নতুন প্রস্তাবে আমি খুশি এবং দক্ষিণ আফ্রিকার হয়েই খেলবো। পরের মৌসুমে আমাকে নতুন চুক্তির অর্থই পারিশ্রমিক দেওয়া হয়। কিন্তু পরের বছর তারা এটি দিতে অস্বীকৃতি জানায়।’ ফিল্যান্ডার আরো বলেন, ‘তাদের (বোর্ডের) পক্ষ থেকে জানানো হয়, আমি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলি না বলে আমাকে আগের চুক্তিতে বলা অর্থ দেওয়া সম্ভব নয়। অথচ এর সঙ্গে আমার চুক্তির কোনো সম্পর্ক ছিল না। তারা আমাকে র্যাংকিং সিস্টেমের কথা জানায়। অথচ তখন আইসিসি টেস্ট র্যাংকিংয়ে আমার উন্নতিই হয়েছিল। ’
আরও পড়ুন
স্বপ্ন পূরণের ‘প্রেরণাদাতা ও যোদ্ধা’ তামিম বললো: বিসিবি
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম