অনলাইন ডেস্ক :
জমে গেল প্রিমিয়র লিগের লড়াই। আর্সেনালকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে জায়গা করে নিল ম্যাঞ্চেস্টার সিটি। আর্সেনালকে নিয়ে কার্যত ছেলে খেলা করল কেভিন ডি’ব্রুইনরা। বিপক্ষ দলকে কোনোভাবেই দাঁড়াতেই দেয়নি ম্যানসিটি। ফলে যা হওয়ার তাই হয়েছে। টানটান উত্তেজনার ম্যাচে আর্সেনালকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে সিটি। শুরু থেকেই দাপুটে ফুটবল খেলতে থাকে দুই দল। ২৪ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন কেভিন ডি’ব্রুইন। ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা চালায় আর্সেনাল। অবশ্য কিছুটা হলেও ম্যাচের মধ্যে ফিরতে সক্ষম হয় তারা। প্রথমার্ধের একেবারে শেষে ৪২ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান বুকায়ো সাকা। ১-১ শেষ হয় প্রথমার্ধের খেলা। দ্বিতীয়ার্ধের শুরুতে দুই হেভিওয়েট দল মরিয়া চেষ্টা চালায় গোল করার জন্য। কিন্তু দুই দলের শক্ত ডিফেন্সকে বধ করে এগিয়ে যেতে পারেনি কেউই। তবে দুই দলই অ্যাটাকিং ফুটবল খেলতে থাকে। একটা সময় মনে হয়েছিল, এই ম্যাচ ড্রয়ের দিকে যেতে পারে। কিন্তু ৭০ মিনিটের পরই ম্যাচে পরিস্থিতি পুরোপুরিভাবে বদলে যায়। ৭২ মিনিটের মাথায় গোল করে ব্যবধান বাড়ান জ্যাক গ্রিলিশ। এগিয়ে যায় সিটি। এরপর আর কোনোভাবেই ম্যাচে ফিরতে পারেনি আর্সেনাল। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে ৮২ মিনিটের মাথায় জয়সূচক গোলটি করেন আর্লিং হ্যালান্ড। এই গোলের সঙ্গে সঙ্গে জয় নিশ্চিত করে ফেলে ম্যান সিটি। জয়ের সঙ্গে সঙ্গে প্রিমিয়র লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে জায়গা করে নিয়েছে ম্যান সিটি। দ্বিতীয় স্থানে আর্সেনাল। সিটির সংগ্রহ ২৩ ম্যাচে ৫১ পয়েন্ট। অন্যদিকে আর্সেনালের সংগ্রহ ২২ ম্যাচে ৫১ পয়েন্ট। গোল পার্থক্যে আর্সেনালের থেকে এগিয়ে ম্যান সিটি।
আরও পড়ুন
চমক দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা, বাদ সাকিব-লিটন
স্বপ্ন পূরণের ‘প্রেরণাদাতা ও যোদ্ধা’ তামিম বললো: বিসিবি
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল