চট্টগ্রামের ফটিকছড়িতে কালবৈশাখী ঝড়ে গাছ উপড়ে পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৯টার দিকে কাঞ্চননগর ইউনিয়নে ১ নম্বর ওয়ার্ডের ঝরঝরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রীনা আকতার (৪০) ওই এলাকার শাহ আলমের স্ত্রী।
কাঞ্চননগর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ দিদারুল আলম বলেন, সকাল সাড়ে ৯টার দিকে হঠাৎ করে কালবৈশাখী ঝড় শুরু হয়। রিনা বাড়ির পাশের একটি জায়গা থেকে গরু আনতে গিয়েছিলেন। এসময় একটি গাছ ভেঙে তার মাথার উপরে পড়লে তিনি আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
—-ইউএনবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন