January 26, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, July 2nd, 2022, 1:53 pm

ফরিদপুর মার্কেটে আগুন লেগে পুড়ল ১২ দোকান

ফাইল ছবি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা সদর বাজারে শনিবার অগ্নিকাণ্ডে ফল ও মিষ্টির দোকানসহ অন্তত ১২টি দোকান পুড়ে গেছে।

কর্মকর্তারা জানিয়েছেন, ভোর সাড়ে ৫টার দিকে বাজারের একটি দোকানে আগুন লাগে এবং সঙ্গে সঙ্গে তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করেছে এবং আগুন নেভাতে তাদের চার ঘণ্টারও বেশি সময় লেগেছে।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর জানান, ধারণা করা হচ্ছে একটি দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত। তবে তাৎক্ষণিকভাবে আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি।

তবে আগুনে কয়েক কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।

—ইউএনবি