January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, September 6th, 2022, 8:26 pm

ফরিদপুরে বিএনপির ৪ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা

ফাইল ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে সংঘর্ষের ঘটনায় সোমবার সন্ধ্যায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের চার শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার জানিয়েছেন, উপপরিদর্শক (এসআই) মাসুদ ফকিরের অভিযোগে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে।

ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য শাহ মো. আবু জাফর, কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ঈসাসহ দলের শীর্ষ ৩০ নেতাকে মামলায় আসামি করা হয়েছে এবং বাকিরা অজ্ঞাত।

অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা পুলিশকে আক্রমণ করে। এতে পুলিশের অন্তত চারজন আহত হয়। এছাড়া তারা পুলিশের গাড়ি ভাঙচুর করে এবং সরকারি কাজে বাধা দেয়।

উল্লেখ্য, রবিবার বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলার আদালত প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে বাধা দেয়ার চেষ্টা করে পুলিশ। এতে সংঘর্ষের ঘটনা ঘটে।

বিএনপি নেতাদের মতে, সংঘর্ষে তাদের অন্তত ২৫ নেতাকর্মী আহত হয়েছে।

অতিরিক্ত এসপি সুমন বলেন, হামলার ভিডিও ফুটেজ থেকে অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে।

—-ইউএনবি