অনলাইন ডেস্ক :
এ সময়ের দেশের অন্যতম তারকা আরচার ঘরোয়া চ্যালেঞ্জ জিতে গেলেন সহজেই। মেয়েদের রিকার্ভ এককের স্বর্ণ জয়ের পথে দিয়ার বাধা হতে পারেননি কেউই। দিয়ার সামনে চ্যালেঞ্জও ছুড়তে পারেননি কেউ। প্রতিপক্ষদের সহজে এক একটি ধাপ পার হয়ে প্রত্যাশিতভাবেই স্বর্ণ জিতেছেন দিয়া। দেশের আরাচারির বড় মুখ রোমান সানা চরম ব্যর্থতার পরিচয় দিলেও দিয়া ছিলেন লক্ষ্যে অবিচল। মঙ্গলবার ফাইনালে তিনি বিকেএসপির ফাহমিদা সুলতানাকে সহজেই ৬-০ সেট পয়েন্টে হারিয়ে জিতে নিয়েছেন সোনার পদক। দিয়া সিদ্দিকী স্বর্ণ জয়ের পথে কোয়ার্টার ফাইনালে হারিয়েছেন বিমানবাহিনীর রাবেয়া খাতুনকে ও সেমিফাইনালে হারিয়েছেন আনসারের শ্রাবণী রায়কে। এ ইভেন্টের পুরুষ বিভাগে স্বর্ণ জিতেছেন রামকৃষ্ণ সাহা। রোমান সানাকে হারিয়ে চমক দেখানো রাকিব ফাইনালে ৪-৬ সেটে পয়েন্টে হেরে গেছেন রামকৃষ্ণ সাহার কাছে। কম্পাউন্ড এককে স্বর্ণ জিতেছেন আশিকুজ্জামান। তিনি ফাইনালে হারিয়েছেন আবুল কাশেম মামুনকে।
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
শেষ ওভারে ৩ ছক্কা ৩ চার, ৩০ রান নিয়ে রংপুরকে জেতালেন নুরুল
মোহামেডানকে হারালো আবাহনী দুই বছর পর