অনলাইন ডেস্ক :
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে আগামীকাল শুক্রবার ভোরে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা। বুয়েন্স এইরেসে মোনুমেন্তাল স্টেডিয়ামে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা খেলবে প্যারাগুয়ের বিপক্ষে। আর পান্তানাল অ্যারেনায় ব্রাজিলের প্রতিপক্ষ ভেনিজুয়েলা। এই দুইটি ম্যাচই সরাসরি দেখানোর ব্যবস্থা করেছে ফিফা। এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে ফুটবল বিশ্বের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থাটি। ফিফার নিজস্ব চ্যানেল ‘দি ফিফা প্ল্যাস ফাস্ট’ চ্যানেলে সম্প্রচার করার সিদ্ধান্ত জানিয়েছে ফিফা। লিওনেল মেসির একমাত্র গোলে ইকুয়েডরকে হারিয়ে বিশ্বকাপ বাছাই শুরু করেছিল আর্জেন্টিনা।
পরের ম্যাচে বলিভিয়ার বিপক্ষে মেসিকে ছাড়াই বর্তমান চ্যাম্পিয়নরা জিতেছিল ৩-১ ব্যবধানে। প্যারাগুয়ে ম্যাচেও ছন্দ ধরে রাখার লক্ষ্য আলবিসেলেস্তেদের। টানা দুই জয়ে ছন্দে আছে ব্রাজিলও। গোল ব্যবধানে এগিয়ে থাকায় বাছাইয়ের পয়েন্ট টেবিলে সেলেসাওরা আছে শীর্ষে। আর্জেন্টিনার অবস্থান দুইয়ে। গত মাসে বলিভিয়াকে ৫-১ গোলে উড়িয়ে পেরুর বিপক্ষে জিতেছিল ১-০ ব্যবধানে। ঘরের মাঠে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ ভেনিজুয়েলা।
আরও পড়ুন
স্বপ্ন পূরণের ‘প্রেরণাদাতা ও যোদ্ধা’ তামিম বললো: বিসিবি
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম