অনলাইন ডেস্ক :
মার্কিন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বুধবার এক ব্যক্তির গুলিতে বেসামরিক দুজন নারী ও এক পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
পুলিশ সার্জেন্ট এরিক গ্রিপ এক সংবাদ সম্মেলনে জানান, বুধবার রাতে সেপ্টা ট্রানজিট পুলিশ অফিসারের অস্ত্রোপচার হয়। তার অবস্থা ‘সঙ্কটজনক তবে স্থিতিশীল’।
তিনি বলেন, পুলিশ কর্মকর্তা টহল দিচ্ছিল এবং সন্ধ্যা ৭টার দিকে তারা গুলির শব্দ শুনতে পেন। তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগে দু’জন নারী গুলির শিকার হন। নারীরা প্রত্যেকে তলপেটে আঘাত পেয়েছিলেন এবং স্থিতিশীল অবস্থায় রয়েছেন।
গ্রিপ বলেন, পুলিশ কর্মকর্তা তখন ওই এলাকায় এক ব্যক্তিকে একটি হ্যান্ডগান ধরে থাকতে দেখেন। তিনি পালিয়ে যান এবং লিপার স্ট্রিটের ৪৭০০ ব্লকের একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে প্রবেশ করেন। এ সময় পুলিশের সঙ্গে গুলি বিনিময় শুরু হয় এবং এক কর্মকর্তা আহত হন।
পুলিশ কর্মকর্তা বলেন, অফিসাররা যখন ভবনে প্রবেশ করেন তখন লোকটি দ্বিতীয় তলার জানালার কাছে সোয়াট যন্ত্রপাতির মধ্যে অচেতন অবস্থায় আছে। পরে কর্মকর্তা ব্যক্তিকে মৃত অবস্থায় পান।
ঘটনাস্থল থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।
আরও পড়ুন
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার
দাবানলে পুড়ছে হলিউড হিলস
তিব্বতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩