দিনাজপুরের ফুলবাড়ীতে বাসের ধাক্কায় পিকআপ ভ্যানের চালক-হেলপারসহ তিনজন নিহত হয়েছে।
জেলার গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ীর আলাদিপুর ইউনিয়নের ভীমপুর এলাকায় রবিবার ভোররাত ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চাপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার দুর্গাপুর গ্রামের জেন্টু আলীর ছেলে পিকআপ চালক ওলিউল্লাহ অলি (২২), একই এলাকার মরারচর গ্রামের সেতাবুর রহমানের ছেলে হেলপার আজিজার রহমান নিশান (২৪) এবং দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আদর্শ কলেজপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে পিকআপ যাত্রী মোত্তাসিম বিল্লাহ (২৫)।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আশ্রাফুল ইসলাম জানান, দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ীর আলাদিপুর ইউনিয়নের ভীমপুর এলাকায় রাজশাহী গামী পিকআপটিকে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে মুচড়ে দুর্ঘটনাস্থলে পিকআপের চালক, হেলপার ও যাত্রী নিহত হয়েছে।
তিনি আরও বলেন, ফুলবাড়ীর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের সহায়তায় উদ্ধার তৎপরতা চালিয়েছেন তারা। পরিবারের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্হা নেয়া হবে।
—-ইউএনবি
আরও পড়ুন
কাতারের আমিরকে ধন্যবাদ দিয়ে যা বললেন তারেক রহমান
শীতের সবজির বাজারে স্বস্তি, কমেছে পেঁয়াজ,ডিম-মুরগির দামও
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার