জেলা প্রতিনিধি, ফেনী :
ফেনীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকালে জেলা প্রশাসন ও জেলা আ’লীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়। ওইদিন সকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয় এসময় ফেনী ২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দীন হাজারী, জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদুল হাসান, পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুনসহ জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তা ও জেলা পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে ফেনী জেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ফেনী পৌরসভা, ফেনী ইউনিভার্সিটি, ফেনী সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। পুষ্পমাল্য অর্পণ শেষে জেলা প্রশাসনের আয়োজনে শোকসভা অনুষ্ঠিত হয়। এছাড়া শোক দিবস উপলক্ষে ওইদিন দুপুরে জেলা আ’লীগের পক্ষ থেকে কাঙ্গালিভোজের আয়োজন করা হয়।
অপরদিকে ফেনীর দাগনভূঞা উপজেলা প্রশাসন ও উপজেলা আ’লীগ এবং সহযোগী সংগঠনের উদ্যোগে শোক দিবসে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে। শোক দিবস উপলক্ষে ওইদিন সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন ও পরিষদের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন, উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) গাজালা পারভীন রুহি ও ভাইস চেয়ারম্যান মো. শাহীন মুন্সীসহ উপজেলা পরিষদ ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। পরে উপজেলা আ’লীগের পক্ষে উপজেলা আ’লীগ সভাপতি কামাল উদ্দীন, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মামুন, পৌরসভার পক্ষে পৌর মেয়র ওমর ফারুক খাঁনসহ কাউন্সিলর ও পৌরসভার কর্মকর্তাবৃন্দ, উপজেলা যুবলীগের পক্ষে যুবলীগ সভাপতি আবুল ফোরকান বুলবুল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ছাত্রলীগের পক্ষে সভাপতি শামছুদ্দীন মামুন, সাধারণ সম্পাদক আশ্রাফুজ্জামান পুষ্পমাল্য অর্পণ করেন। পুষ্পমাল্য অর্পণ শেষে উপজেলা প্রশাসন শোকসভার আয়োজন করেন। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে রক্তদান কর্মসূচির আয়োজন করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম। পুলিশ প্রশাসনের পক্ষে দাগনভূঞা থানা অফিসার ইনচার্জ মো. হাসান ইমাম শোকদিবসে বিভিন্ন কর্মসুচী পালন করেন। ওইদিন দুপুরে দাগনভূঞা উপজেলা আ’লীগ কাঙ্গালীভোজের আয়োজন করেন।
আরও পড়ুন
কোম্পানীগঞ্জে অস্ত্রসহ ব্যবসায়ীকে আটক করলো সেনাবাহীনী
৭২ ঘন্টার মধ্যে হত্যা মামলার আসামী গ্রেফতার
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন