January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, January 5th, 2024, 7:28 pm

ফেনীর সোনাগাজীতে ভোটকেন্দ্রে আগুন

ফেনীর সোনাগাজীতে একটি ভোটকেন্দ্রে পেট্রোল ঢেলে আগুন দিয়ে দুর্বৃত্তরা।

শুক্রবার (৫ জানুয়ারি) ভোরে উপজেলার চরদরবেশ ইউনিয়ের চরসাহাভিকারী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে আগুন দেওয়ার এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আগুন জ্বলতে দেখে পুলিশকে খবর দেন এলাকাবাসীরা। পরে পুলিশ ফায়াস সার্ভিসকে সঙ্গে নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় নজরুল ইসলাম পাটোয়ারী বলেন, দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়াতনের কক্ষটিতে আগুন লাগিয়ে দেয়। আগুনে ওই কক্ষে থাকা সব আসবাবপত্র, কম্পিউটারসহ সববিছু পুড়ে ছাই হয়ে গেছে।

নির্বাচন অফিস থেকে জানা গেছে , চরসাহাভিকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪ হাজার ৩৫৪ জন নারী-পুরুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খায়ের উল্যাহ বলেন, স্কুলের অডিট চলাকালে প্রধান শিক্ষক জয়নাল আবদীনকে অব্যাহতি দেন সভাপতি ডা. আবদুল হক। এ নিয়ে দীর্ঘদিনের চলমান বিরোধেও এই ঘটনা ঘটতে পারে।

সোনাগাজী উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান বলেন, ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে। ভোটের সময় নিরাপত্তা আরও জোরদার করা হবে।

সোনাগাজী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার তাসনিম হোসাইন বলেন, আগুন দেওয়ার ঘটনায় পুলিশ তদন্ত করছে।

—-ইউএনবি