অনলাইন ডেস্ক :
বর্তমান সময়ের চিত্রনায়ক জয় চৌধুরী ও মৌমিতা মৌ জুটি বেঁধে ‘অন্তর জ¦ালা’ সিনেমায় অভিনয় করেন। ২০১৭ সালের পর তাদের আর একসঙ্গে দেখা যায়নি। দীর্ঘ বিরতীর পরে এবার গুণী নির্মাতা ছটকু আহমেদের ‘আহারে জীবন’ সিনেমায় তাদের আবার দেখা যাবে বলে নিশ্চিত করেন এই নির্মাতা। সম্প্রতি ‘আহারে জীবন’ সিনেমায় চুক্তিবদ্ধ হন মৌমিতা মৌ ও জয় চৌধুরী। চলতি মাসের ১৬ অক্টোবর সিনেমাটির শুটিং শুরু করা হবে বলে জানান ছটকু আহমেদ। তিনি বলেন, ‘সিনেমাটিতে নায়ক ফেরদৌসের বোনের চরিত্রে অভিনয় করবেন মৌমিতা মৌ। সিনেমাটিতে জয় চৌধুরীর বিপরীতে মৌমিতাকে দেখা যাবে।’ এদিকে সরকারি অনুদানে সিনেমাটিতে ফেরদৌস ও পূর্ণিমা জুটিকেও দেখা যাবে। সিনেমাটির পরিচালনার পাশাপাশি এর গল্প রচনা করেছেন ছটকু আহমেদ। ‘আহারে জীবন’ সিনেমাতে পূর্ণিমাকে দেখা যাবে দোলা চরিত্রে।
আরও পড়ুন
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব