কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এবার জেলার উখিয়ার ১৬ নং রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। রবিবার বিকেলে লাগা আগুন বর্তমানে নিয়েন্ত্রণে রয়েছে। বিকেল ৪টা ৫০ মিনিটে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়।
উখিয়া ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এখন ফায়ার সার্ভিসের কর্মীরা পানি ছিটিয়ে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলছে।
তিনি বলেন, আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
তিনি আরও বলেন, তদন্তের পর আগুন লাগার কারণ জানা যাবে।
উল্লেখ্য, গত ২ জানুয়ারি উখিয়ার বালুখালী ২০ নম্বর ক্যাম্পে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা (আইওএম) পরিচালিত করোনা হাসপাতালে আগুন লাগে। এতে কেউ হতাহত না হলেও হাসপাতালের আইসোলেশন সেন্টারের ১৬টি কেবিন পুড়ে যায়।
—ইউএনবি
আরও পড়ুন
চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়ার লন্ডন যাওয়ার দিনে সৃষ্ট যানজটে বিএনপির দুঃখ প্রকাশ
মাসুদা ভাট্টির বিষয়ে রাষ্ট্রপতিকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রতিবেদন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন