January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, December 13th, 2021, 7:41 pm

ফের মুখোমুখি মেসি-রোনালদো

অনলাইন ডেস্ক :

একটা সময় দুই মহাতারকার লড়াই নিয়মিতই দেখা যেত। তখন তারা স্প্যানিশ লিগে খেলতেন। এখন লিওনেল মেসি চলে গেছেন পিএজিতে আর রোনালদো পাড়ি জমিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যাঞ্চেস্টার ইউইনাইটেডে। চ্যাম্পিয়নস লিগের সৌজন্যে এই দুই মহাতারকাকে আবারও মুখোমুখি লড়াইয়ে দেখা যাবে। বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় সুইজারল্যান্ডের নিয়ন শহরে হয়ে গেছে চ্যাম্পিয়নস লিগের ড্র। গত মৌসুমেও দুই বার মুখোমুখি হয়েছিলেন মেসি আর রোনালদো। ২০১২ সালের পর এই প্রথম চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে দেখা হচ্ছে এই দুই মহাতারকার। শেষ ষোলোর লড়াইয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিপক্ষ হিসেবে উঠে এসেছে মেসির ফরাসি ক্লাব পিএসজির নাম। তাই চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে দেখা হচ্ছে দুজনের। ম্যানচেস্টার ইউনাইটেড অবশ্য গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। ফেব্রুয়ারির ১৫ তারিখ থেকে শুরু হবে প্রথম লেগের ম্যাচগুলো। আর দ্বিতীয় লেগ শুরু হবে ৮ মার্চ থেকে।
এক নজরে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো:
রিয়াল মাদ্রিদ-বেনফিকা
ম্যানচেস্টার সিটি-ভিয়ারিয়াল
বায়ার্ন মিউনিখ-আতলেতিকো মাদ্রিদ
লিভারপুল-রেড বুল সালজবুর্গ
আয়াক্স-ইন্টার মিলান
জুভেন্টাস-স্পোর্তিং লিসবন
লিলি-চেলসি
ম্যানচেস্টার ইউনাইটেড-পিএসজি