অনলাইন ডেস্ক :
ফ্রান্সের বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ করেছে নাইজারের জান্তা। বলেছে, দেশকে অস্থিতিশীল করার বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে ফ্রান্স একাজ করেছে। নাইজারের সেনা কর্মকর্তা আমাদু আব্দরামানে গত বুধবার এক ভিডিও বার্তায় ফ্রান্সের বিরুদ্ধে এ অভিযোগ করেছেন। তবে এর সপক্ষে কোনো প্রমাণ তিনি দেননি। নাইজারে অভ্যুত্থান নিয়ে উত্তেজনা চলার সময়ে এমন অভিযোগ উঠল। নাইজারের জান্তার বিরুদ্ধে সামরিক পদক্ষেপসহ করণীয় নিয়ে পশ্চিম আফ্রিকার দেশগুলোর আলোচনায় বসার কথা রয়েছে। নাইজারের সেনা কর্মকর্তা আব্দরামানে বিবৃতিতে বলেছেন, আমাদের দেশকে অস্থিতিশীল করার একটি পরিকল্পনা আমরা দেখতে পাচ্ছি। ফ্রান্স জনগণের চোখে জান্তার বিশ্বাসযোগ্যতা ক্ষুন্ন করা এবং অনিরাপত্তার পরিবেশ সৃষ্টি করতে চাইছে বলে তিনি অভিযোগ করেন।
ফ্রান্সের বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ এর আগেও করেছেন নাইজারের অভ্যুত্থানের নেতারা। তবে প্যারিস এমন অভিযোগ অস্বীকার করেছে। গত বুধবার জান্তার সর্বশেষ বিবৃতি নিয়ে ফ্রান্স তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। গত ২৬ জুলাই অভ্যুত্থানের মাধ্যমে নাইজারের ক্ষমতা দখল করে দেশটির প্রেসিডেন্সিয়াল গার্ড। পরে সেনাবাহিনী ওই অভ্যুত্থানে সমর্থন দেয়। ক্ষমতা দখল করা জান্তা বাহিনীকে প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে পশ্চিম আফ্রিকার নেতারা সময় বেঁধে দিয়েছিলেন। সে সময়সীমা গত রোববার শেষ হয়েছে। ইউরেনিয়াম এবং তেল সমৃদ্ধ দেশ নাইজার অর্থনৈতিক এবং কৌশলগত উভয় কারণেই যুক্তরাষ্ট্র, ইউরোপ, চীন, ফ্রান্স এবং রাশিয়ার কাছে গুরুত্বপূর্ণ। পশ্চিম আফ্রিকার দেশগুলোতে সক্রিয় ইসলামপন্থি জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে পশ্চিমাদের বড় মিত্র ছিলেন নাইজারের বন্দি প্রেসিডেন্ট বাজোম। তাই তারা চায় বাজোম ক্ষমতায় ফিরুন।
আরও পড়ুন
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার
দাবানলে পুড়ছে হলিউড হিলস
তিব্বতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩