January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, June 14th, 2023, 8:15 pm

বক্স অফিস কাঁপাচ্ছে জয়ার ‘অর্ধাঙ্গিনী’

নলাইন ডেস্ক :

ছোটপর্দার মাধ্যমে শোবিজ জগতে পা রাখেন জয়া আহসান। পরবর্তীতে এ অভিনেত্রী নজর দেন রূপালি পর্দায়। বড়পর্দায় বাংলাদেশ মাতিয়ে কলকাতার সিনেপাড়ায়ও শক্ত ভিত তৈরি করেছেন তিনি। এরমধ্যে বলিউডেও অভিষেক হয়েছে তার। সম্প্রতি মুক্তি পেয়েছে জয়ার নতুন ছবি “অর্ধাঙ্গিনী”। মুক্তির পর থেকে প্রশংসায় ভাসছেন অভিনেত্রী। সিনেমাটি টলিবাংলা বক্স অফিসে ইতোমধ্যে ঝড় তুলেছে। ১০ দিনে আয় করেছে প্রায় ২ কোটি টাকা। গত সোমবার ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানায়, মুক্তির ১০ দিনে “অর্ধাঙ্গিনী” ১ কোটি ৫০ লাখ রুপি আয় করেছে। ছবিটিকে “সুপারহিট” তকমা দিয়েছে টলিবাংলা বক্স অফিস। গত ২ জুন ভারতের বিভিন্ন প্রদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় “অর্ধাঙ্গিনী”।

এরপর থেকেই বিভিন্ন হলে ছবিটি হাউজফুল যাচ্ছে। প্রতিদিনই আসছে হাউজফুলের খবর আর দর্শকের মুগ্ধতার বার্তা। রোববার  ছবি মুক্তির দশম দিনে কলকাতা, মুম্বাই, বেঙ্গালুরু, হায়দারাবাদ ও পুনেসহ বিভিন্ন স্থানে ৫৭টি শো অলমোস্ট হাউজফুল ছিল বলে জানা গেছে। দর্শকের এমন সাড়ায় আপ্লুত জয়া আহসান। তিনি বলেন, “এ এক আলাদা তৃপ্তি। দর্শককে ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য।”ছবিটি নির্মাণ করেছেন কৌশিক গাঙ্গুলি। তিনিও দর্শকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। এ নিয়ে তৃতীয়বারের মতো কৌশিক গাঙ্গুলির সিনেমায় কাজ করলেন জয়া।

এর আগে, একই পরিচালকের নির্মিত “বিসর্জন” ও “বিজয়া” সিনেমায় কাজের সুবাদে এ অভিনেত্রী ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছিলেন। বলে রাখা ভালো, তিনটি সিনেমাই ত্রিভুজ প্রেমকে ঘিরে গড়ে উঠেছে এবং সবগুলোতেই জয়ার চরিত্র টানাপড়েনের মাঝে অবস্থিত। দাম্পত্য জীবনের ব্যতিক্রম গল্প “অর্ধাঙ্গিনী”। যেখানে এক ব্যক্তির বর্তমান ও প্রাক্তন স্ত্রীর মধ্যে ভিন্ন রসায়ন ফুটিয়ে তোলা হয়েছে। ছবিটিতে জয়া আহসান ছাড়াও অভিনয় করেছেন চূর্ণী গাঙ্গুলি, কৌশিক সেন, অম্বরিশ ভট্টাচার্য, লিলি চক্রবর্তী প্রমুখ।