January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, March 19th, 2023, 8:22 pm

বঙ্গবন্ধু রেলসেতুর মালামাল নিয়ে বিদেশি জাহাজ মোংলায়

সিরাজগঞ্জের যমুনা নদীতে নির্মিতব্য বঙ্গবন্ধু রেলসেতুর পণ্য নিয়ে বাগেরহাটের মোংলা বন্দরে ভিড়েছে পানামা পতাকাবাহী জাহাজ ‘এম ভি এভার চ্যাম্পিয়ন’। রবিবার (১৯ মার্চ) বেলা ১১টায় বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙর করে জাহাজটি।

জাহাজে এক হাজার ৪১১ মেট্রিকটন পণ্য রয়েছে।

এর আগে গেল ৭ মার্চ ভিয়েতনামের হাই ফং বন্দর থেকে পণ্য নিয়ে মোংলার উদ্দেশ্যে ছেড়ে আসে জাহাজটি।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট হক অ্যান্ড সন্স লিমিটেডের অপারেশন ব্যবস্থাপক শওকত আলী বলেন, দুপুরে এক হাজার ৪১১ মেট্রিকটন মেশিনারি পণ্য নিয়ে জাহাজটি মোংলা বন্দরে ভীড়েছে। জাহাজের পণ্য খালাস চলছে। দুই দিনের মধ্যে খালাস শেষে নৌপথে সেগুলো যমুনা নদীর ওপর নির্মাণাধীন বঙ্গবন্ধু রেলওয়ে সেতু কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেয়া হবে।

এর আগে এই সেতুর এক হাজার ৫৫৬ মেট্রিকটন মেশিনারি পণ্য নিয়ে গত ৫ মার্চ মোংলা বন্দরে আসে হাইডং-৯ নামের জাহাজ।

সেগুলোও ইতোমধ্যে সেতু কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেয়া হয়েছে।

—ইউএনবি