বঙ্গোপসাগরে পাঁচ দিন ধরে মাছ ধরার ট্রলারে আটকে থাকা ১৩ জেলেকে রবিবার উদ্ধার করেছে কোস্টগার্ড সদস্যরা। গত ২৮ নভেম্বর বরগুনা জেলার পাথরঘাটা এলাকা থেকে মাছ ধরতে বঙ্গোপসাগরে গিয়েছিলেন তারা।
১ ডিসেম্বর তাদের মাছ ধরার ট্রলারটি মোবাইল নেটওয়ার্কের বাইরে চলে যায়। এই কারণে তাদের পাঁচ দিন সাগরে ভাসমান অবস্থায় থাকতে হয়।
রবিবার, তারা তাদের মোবাইল নেটওয়ার্ক ফিরে পেলে জাতীয় জরুরি হেল্পলাইন নম্বর ৯৯৯-এ কল করতে সক্ষম হয়। পরে ৯৯৯ অপারেটররা বিষয়টি কোস্ট গার্ডকে অবহিত করে। ট্রলারটির সন্ধানের পর রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে হাতিয়ার নিঝুম দ্বীপ থেকে ১৫ কিলোমিটার দূরে আটকে পড়া জেলেদের উদ্ধার করে কোস্টগার্ড সদস্যরা।
—ইউএনবি
আরও পড়ুন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন
কোম্পানীগঞ্জে বাস চাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২