January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, June 3rd, 2022, 7:52 pm

ববির সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য নিয়ে যা বললেন এশা

অনলাইন ডেস্ক :

প্রকাশ ঝা পরিচালিত ওয়েব সিরিজ ‘আশ্রম’-এর তৃতীয় সিজনে অভিনয় করেছেন প্রাক্তন মিস ইন্ডিয়া এশা গুপ্তা। এতে ববি দেওলের সঙ্গে প্রথমবার পর্দা শেয়ার করেছেন তিনি। সিরিজটিতে অন্তরঙ্গ দৃশ্যে দেখা যাবে এশা-ববিকে। আর এই দৃশ্যে অভিনয়ের অভিজ্ঞতা শেয়ার করলেন এই অভিনেত্রী। বলিউড লাইফের সঙ্গে আলাপকালে এশা গুপ্তা বলেন ‘আপনি ইন্ডাস্ট্রিতে যখন ১০ বছর পার করে ফেলবেন, তখন শুটিংয়ে অস্বস্তি কিংবা আরামদায়ক বোধের কিছু নেই। মানুষ ভাবে অন্তরঙ্গরতা একটা সমস্যা। কিন্তু আসলে তা নয়, যদি না আপনার ব্যক্তিগত জীবনে এই সমস্যা না থাকে।’ এশা মনে করেন প্রতিটি দৃশ্য রূপায়ন করা কঠিন। তা উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, ‘আপনি পর্দায় কাঁদেন অথবা ড্রাইভ করেন প্রতিটি দৃশ্যই কঠিন। প্রথমবার যখন অন্তরঙ্গ দৃশ্যে শুটিং করেছি তখন এটা আমার জন্য কঠিন ছিল। কিন্তু আপনি যখন ভালো অভিনেতা, পরিণত মানুষের সঙ্গে এমন দৃশ্যে কাজ করবেন তখন এটি কোনো সমস্যা না। আমি মনে করি, সিনেমার তুলনায় ওটিটিতে তেমন কিছু দেখানো হয় না। তাই এই দৃশ্যের সঙ্গে ঘনিষ্ঠতার কোনো সম্পর্ক নেই। এতে আপনি খুশি হন বা না হন।’ ‘আপনি যদি পর্দায় যৌনতা দেখানোর চেষ্টা করেন, তবে আপনাকে নিশ্চিত করতে হবে আপনি যৌনতাই দেখাচ্ছেন। আর প্রেম দেখানোর চেষ্টা করলে সেটা নিশ্চিত করতে হবে। আমার মনে হয়, আমরা যে দৃশ্যে অভিনয় করেছি, তাতে সেরাটা দিয়েছি।’ বলেন এশা। এ ওয়েব সিরিজে প্রথমবার কজ করলেন এশা। সোনিয়া নামে একজন সাহসী নারীর চরিত্রে দেখা যাবে তাকে। চরিত্রটি নিয়ে এশা বলেন ‘সোনিয়া জানে সে কী চায়, আর তা পাওয়ার পথও খুঁজে নেয়।’ শুক্রবার থেকে ওটিটি প্ল্যাটফর্ম এমএক্স প্লেয়ারে দেখা যাচ্ছে ওয়েব সিরিজটি।