বরিশালে বাংলাদেশ ব্যাংকের একটি স্টাফবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার রাত পৌনে ১২টার দিকে এই ঘটনা ঘটে।
বাসটি নগরের বগুড়া রোডে ব্যাংক ভবনের সামনে পার্ক করা ছিল।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুর রহমান বলেন, ‘রাতে কে বা কারা দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।’
তিনি আরও বলেন, র্যাব, পুলিশ ও বিজিবির কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় কেউ হতাহত হননি।
—-ইউএনবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন