January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, October 24th, 2021, 8:11 pm

বল হাতে বিস্ময় উপহার দিলেন আশরাফুল

অনলাইন ডেস্ক :

চট্টগ্রামের বিপক্ষে ব্যাট হাতে জ¦লে উঠতে না পারলেও বল হাতে বিস্ময় উপহার দিয়েছেন মোহাম্মদ আশরাফুল। জাতীয় ক্রিকেটে লিগের দ্বিতীয় রাউন্ডে হ্যাটট্রিকসহ ৫ উইকেট নিয়েছেন বরিশাল বিভাগের হয়ে খেলা স্পিন-অলরাউন্ডার। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে স্পিনারদের দাপটে চার দিনের ম্যাচে প্রথমদিনেই একবার করে অলআউট হয়েছে দুই দল। টস জিতে ব্যাট করতে নেমে ১৪৬ রানে গুটিয়ে যা বরিশাল। সর্বোচ্চ ৬০ রান করেন রাফসান আল মাহমুদ। হাসান মুরাদ পাঁচটি, নাঈম হাসান চারটি ও মেহেদী হাসান রানা নেন একটি করে উইকেট। জবাবে আশরাফুল হ্যাটট্রিকসহ ৫ উইকেট ও মনির হোসেন ৫ উইকেট তুলে নিয়ে চট্টগ্রামকে ৮৭ রানে অলআউট করে দেন। আশরাফুল ইনিংসের সপ্তম ওভারের চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ বলে টানা উইকেট পান। একে একে সাজঘরে পাঠানা সাদিকুর রহমান, পারভেজ হোসেন ইমন ও মাহমুদুল হাসানকে।