January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, May 3rd, 2023, 7:33 pm

বাংলাদেশ ও জাপান ‘বিস্তৃত ও লক্ষ্যভিত্তিক’ অংশীদারিত্বের ওপর গুরুত্বারোপ করছে: রাষ্ট্রদূত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক সরকারি সফরকালে বাংলাদেশ ও জাপানের প্রধানমন্ত্রীর মধ্যে আলোচনায় সন্তোষ প্রকাশ করে জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি বলেছেন, দুই দেশ একটি ‘অত্যন্ত বিস্তৃত ও লক্ষ্যভিত্তিক’ অংশীদারিত্বের দিকে মনোনিবেশ করছে।

জাপান দূতাবাসে এক সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমাদের সম্পর্ক বিস্তৃত অংশীদারিত্ব থেকে কৌশলগত অংশীদারিত্বে উন্নীত হয়েছে। কৌশলগত অংশীদারিত্ব মানে শুধু রাজনৈতিক ও নিরাপত্তা ইস্যু নয়।’

মঙ্গলবার টোকিও থেকে ফিরে রাষ্ট্রদূত বলেন, অর্থনৈতিক ক্ষেত্রে দুই দেশের পারস্পরিক ‘লাভজনক’ সহযোগিতা থাকা উচিত।

তিনি আরও বলেন, দুই দেশ বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করতে সম্মত হয়েছে।

বাংলাদেশের ইন্দো-প্যাসিফিক আউটলুক সম্পর্কে এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, ইন্দো-প্যাসিফিক অঞ্চল নিয়ে জাপানের দৃষ্টিভঙ্গির মধ্যে অনেক মিল রয়েছে।

তিনি বলেন যে জাপানি পক্ষ এই ধারণাটির প্রশংসা করেছে, তবে এই মুহূর্তে দৃষ্টিভঙ্গি মূল্যায়ন করা ‘সামান্য অকাল’।

টোকিওতে শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ভবিষ্যতের সম্ভাবনার কথা স্বীকার করে প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর সম্পর্কিত আলোচনা শুরুকে স্বাগত জানান।

আগামী ৫০ বছর ও তার ওপরে দু’দেশের যাত্রায় নেতৃত্ব দেওয়ার পথপ্রদর্শক নীতি হিসেবে দ্বিপক্ষীয় সম্পর্ককে ‘কৌশলগত অংশীদারিত্বে’ উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

—-ইউএনবি