January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, September 19th, 2022, 7:50 pm

বাংলাদেশ লিজেন্ডদের হারাল অস্ট্রেলিয়া

অনলাইন ডেস্ক :

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের ম্যাচে শেষ ওভারের নাটকীয়তায় অস্ট্রেলিয়া লিজেন্ডসের কাছে হেরে গেছে বাংলাদেশ লিজেন্ডস। রোববার রাতে ভারতের ইন্দোরে শেষ বলে চার মেরে অস্ট্রেলিয়ার তিন উইকেটের জয় নিশ্চিত করেন ব্র্যাড হাডিন। বাংলাদেশের দেওয়া ১৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমেছিল অজিরা। শেষ ২ ওভারে জয়ের জন্য তাঁদের দরকার ছিল ২৬ রানের, হাতে তিন উইকেট। ১৯তম ওভারে মোহাম্মদ শরিফ মাত্র ৫ রান খরচ করে বাংলাদেশকে জয়ের কাছাকাছি নিয়ে যান। শেষ ওভারে অজিদের দরকার ২১ রান। প্রথম বলটি আবুল হোসেন রাজু ডটই করেছিলেন। দ্বিতীয় বলে ছক্কা হাডিনের। তৃতীয় বলে করলেন ‘নো’, হাডিন নিলেন সেই বলে দুই রান। এরপর তৃতীয় বল ডট করলেও শেষ তিন বলে টানা তিনটি চার হাঁকিয়ে অস্ট্রেলিয়াকে দারুণ একটি জয় এনে দেন হাডিন। ৩ উইকেট হাতে রেখে ম্যাচ জেতে অস্ট্রেলিয়া লিজেন্ডস। ৩৭ বলে ৫৮ রান করে ম্যাচসেরা হয়েছেন হাডিন। অধিনায়ক শেন ওয়ানসনের ব্যাট থেকে আসে ৩৫ রান। এ ছাড়া কালাম ফার্গুসন ২৪ রান করেন। বাংলাদেশের বাঁহাতি স্পিনার ইলিয়াস সানি ৪ ওভারে মাত্র ৮ রান দিয়ে ৪টি উইকেট নিয়েছেন। এর আগে, টস হেরে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৫৮ রান সংগ্রহ করে বাংলাদেশ লিজেন্ডস। অলক কাপালি ও নাজমুস সাদাতের ২০ রান করে করেন। শেষ দিকে ইলিয়াস সানি ২৯ বলে অপরাজিত ৩২ রানের ইনিংস খেলেন। অতিরিক্ত খাত থেকে বাংলাদেশ পেয়েছিল ৩৯ রান।