January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, November 24th, 2023, 8:17 pm

বাংলাদেশকে যেভাবে ঘায়েল করতে চায় নিউজিল্যান্ড

অনলাইন ডেস্ক :

টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। এই সিরিজে কিউইদের যে বাংলাদেশের স্পিনের বিপক্ষে পরীক্ষা দিতে হবে, সেটি জেনেই এসেছে তারা। তবে নিজেরাও সেভাবে প্রস্তুত হয়ে এসেছে সফরকারীরা। ১৫ সদস্যের দলে ৫ স্পিনার নিউজিল্যান্ডের। যেখানে অফ স্পিন, লেগ স্পিনের সঙ্গে আছেন বিশেষায়িত বাঁহাতি স্পিনার। এমন বৈচিত্র্যময় স্পিন আক্রমণ নিয়ে বাংলাদেশের খেলতে এসে বাংলাদেশকে সাবধানী বার্তা দিয়ে রাখলেন নিউজিল্যান্ডের স্পিন অলরাউন্ডার রাচিন রবীন্দ্র।

শুক্রবার (২৪ নভেম্বর) সিলেটে দ্বিতীয় দিনের অনুশীলন শেষে রাচিন বলেন, ‘আমাদের শক্তিশালী স্পিন আক্রমণ আছে, জেজি (এজাজ প্যাটেল), স্যান্টনার (মিচেল), ইশ (সোধি) ও গিপি (গ্লেন ফিলিপস) আছে। আমি আমার সর্বোচ্চটা দিয়ে তাদের কাছ থেকে শেখার চেষ্টা করব এবং ইশ ও জেজির এখানে খেলার অভিজ্ঞতা আছে অনেক এবং তারা জানে এখানে কি করলে ভালো হবে। কিন্তু আমি আমার মতো করে চেষ্টা করব। প্রত্যেকেই ভিন্নরকমের বোলার।

এটা স্পিন আক্রমণের ভারসাম্য বাড়িয়েছে।’ ভারত বিশ্বকাপে সেমিফাইনাল খেলা আসা কিউইদের চ্যালেঞ্জ এখন সাদা বল থেকে লাল বলের ক্রিকেটে মানিয়ে নেয়া। এই প্রসঙ্গ তুলে রাচিন বলছিলেন, ‘আপনাকে বুঝতে হবে উইকেট এবং পরিস্থিতি আপনার কাছ থেকে কি চাচ্ছে। মাঝে মাঝে আপনি বুঝতে পারবেন না একটি টেস্ট ম্যাচ আসলে কত লম্বা হবে। আপনার হাতে ৫ দিন থাকবে, প্রতিদিন ৯০ ওভার করে খেলা হবে। এখানে অনেক সময় থাকবে। আশা করছি আমরা দল হিসেবে শান্ত থাকতে পারব এবং প্রতিদিনের হিসেবে লাল বলের সঙ্গে মানিয়ে নেব।’