January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, March 5th, 2022, 8:21 pm

বাংলাদেশকে ৮ উইকেটে হারাল আফগানিস্তান

শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে আট উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে আফগানিস্তান।

এই জয়ের মাধ্যমে আফগানিস্তান ১-১ সমতায় সিরিজ শেষ করেছে।

টসে জিতে শুরুতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১১৫ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ১৭.৪ ওভারে আট উইকেট হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় আফগানিস্তান।

৪৫ বলে তিন, চার ও পাঁচ ছক্কায় জাজাইয়ের ৫৯ রান ও উসমান গনির ৪৭ রান আফগানিস্তানের জন্য সহজ জয় নিশ্চিত করে।

এর আগে বাংলাদেশের ওপেনার মুনিম শাহরিয়ার ও মোহাম্মদ নাইম আবারও নিজেদের যোগ্যতা প্রমাণে ব্যর্থ হয়েছেন।

এই ম্যাচের মধ্য দিয়ে মাহমুদুল্লাহ রিয়াদের পর দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ১০০তম টি-টোয়েন্টি খেলছেন মুশফিকুর রহিম। ম্যাচে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৩০ রান আসে তার ব্যাট থেকে।

একই ভেন্যুতে প্রথম ম্যাচে বাংলাদেশ ৬১ রানে জয় লাভ করে।

উল্লেখ্য ১৮ মার্চ থেকে দক্ষিণ আফ্রিকায় তিন ম্যাচের ওয়ানডে এবং দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ।১১ মার্চ টাইগারদের দক্ষিণ আফ্রিকা সফরের কথা রয়েছে।

—ইউএনবি