অনলাইন ডেস্ক :
কিছু দিন আগে কাতার বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ ঢাকায় ঘুরে গেছেন। এবার ১৮ অক্টোবর ঢাকায় আসছেন ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপ জয়ী ফুটবলার রোনালদিনহো। কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এমন ঘোষণা দিয়েছেন। মার্টিনেজকেও নিয়ে এসেছিলেন তিনি।
আগের বার মার্টিনেজ এসে বাংলাদেশের কোনো ফুটবলারের সঙ্গে দেখা করেননি। এমনকি বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া চেষ্টা করেও তার সঙ্গে দেখা করতে পারেননি। বাংলাদেশের স্থানীয় আয়োজকদের দায়িত্বজ্ঞানহীন কান্ডে সমালোচনা কম হয়নি।
তবে আয়োজকরা এবার আগের ভুল করতে চাইছে না। ৪৩ বছর বয়সী দুইবারের ব্যালন ডি অর জয়ী রোনালদিনহোর সঙ্গে জামালের সাক্ষাতের সুযোগ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন শতদ্রু নিজেই। যেহেতু শতদ্রু ওপার বাংলার ক্রীড়া উদ্যোক্তা। ফলে রোনালদিনহো শুধু বাংলাদেশে নন, কলকাতা সফরও করবেন।
আরও পড়ুন
স্বপ্ন পূরণের ‘প্রেরণাদাতা ও যোদ্ধা’ তামিম বললো: বিসিবি
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম