বাংলাদেশে একাত্তরের গণহত্যার বৈশ্বিক স্বীকৃতি পেতে তৃণমূল থেকে আন্তর্জাতিক পর্যায়ে জনমত সৃষ্টির প্রচেষ্টা অব্যাহত রাখতে সেক্টর কমান্ডারস ফোরামের প্রতি আহ্বান জানিয়েছেন সংগঠনটির সভাপতি রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।
ফোরামের কার্যকরী সভাপতি নুরুল আলম ও মহাসচিব লেখক ও সাংবাদিক হারুন হাবীব মঙ্গলবার বঙ্গভবনে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।
তিনি তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় আত্মস্থ করার জন্য সেক্টর কমান্ডার ফোরামের সদস্যদের প্রতি আহ্বান জানান।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, মুক্তিযুদ্ধ এবং পরবর্তীতে একাত্তরের বিজয় বাঙালি জাতির ইতিহাসে একটি সোনালী অধ্যায়।
বৈঠকে বীর মুক্তিযোদ্ধারা ‘৭১ সেক্টর কমান্ডার ফোরাম-মুক্তিযুদ্ধ’-এর সার্বিক কার্যক্রম ও কর্মপরিকল্পনা সভাপতিকে অবহিত করেন।
তারা রাষ্ট্রপতিকে জানান, একাত্তরের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি পেতে সেক্টর কমান্ডার্স ফোরাম জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করছে।
তারা এ বছর অনুষ্ঠিত হতে যাওয়া ফোরামের তাদের পরবর্তী কাউন্সিলে যোগ দেওয়ার জন্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান।
এ সময় বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।
—-ইউএনবি
আরও পড়ুন
আওয়ামী লীগ দেশের ওলামাদের নিয়ে তাচ্ছিল্য করেছে —রংপুরে শামসুজ্জামান দুদ
রংপুরে এক্্র ক্যাডেটস্্ মিলনমেলা অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জে অস্ত্রসহ ব্যবসায়ীকে আটক করলো সেনাবাহীনী