অনলাইন ডেস্ক :
সেমিফাইনালসহ কলকাতার ইডেন গার্ডেন্সে হবে বিশ্বকাপের পাঁচ ম্যাচ। এর মধ্যে রয়েছে বাংলাদেশের দুটি খেলা। আগামী ২৮ অক্টোবর তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। পাকিস্তানের সঙ্গে ক্রিকেটের নন্দনকাননে খেলা ৩১ অক্টোবর। এই দুটিসহ কলকাতায় হতে যাওয়া সব বিশ্বকাপ ম্যাচের টিকিটের মূল্য প্রকাশ করেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)। সাড়ে ৬৩ হাজার আসনের এই স্টেডিয়ামে নেদারল্যান্ডসের সঙ্গে বাংলাদেশের ম্যাচের আপার টায়ারের টিকিটের দাম ধরা হয়েছে ৬৫০ রুপি। ডি ও এইচ ব্লকে বসে খেলা দেখতে খরচ হবে এক হাজার রুপি। বি, সি, কে ও এল ব্লকের টিকিট মূল্য সর্বোচ্চ দেড় হাজার রুপি। কলকাতায় এই ম্যাচেই সবচেয়ে কম দামে টিকিট বিক্রি হবে।
পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের আপার টায়ারের টিকিট ৮০০ রুপি। ডি ও এইচ ব্লকের জন্য ১২০০ রুপি, সি ও কে ব্লকের টিকিট ২০০০ রুপি এবং বি ও এল ব্লকে বসে খেলা দেখতে খরচ হবে ২২০০ রুপি। পাকিস্তান ও ইংল্যান্ডের গ্রুপ ম্যাচের টিকিট মূল্যও একই। ভারত ও দক্ষিণ আফ্রিকার গ্রুপ ম্যাচ এবং সেমিফাইনাল দেখতে হলে ন্যুনতম ৯০০ রুপি দিতে হবে। আপার টায়ারের টিকিটের দাম এটি। বি ও এল ব্লকের টিকিট মূল্য সর্বোচ্চ তিন হাজার রুপি। এই দুই ম্যাচের ডি ও এইচ ব্লকের টিকিটের দাম দেড় হাজার রুপি এবং সি ও কে ব্লকের ২৫০০ রুপি।
আরও পড়ুন
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
শেষ ওভারে ৩ ছক্কা ৩ চার, ৩০ রান নিয়ে রংপুরকে জেতালেন নুরুল