অনলাইন ডেস্ক :
বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। অনেক দিন ধরেই শোনা যাচ্ছে ডুবে ডুবে জল খাচ্ছেন তিনি। কয়েক দিন আগে গুঞ্জন চাউর হয়, বাগদান সম্পন্ন করেছেন এই অভিনেত্রী। এর সূত্রপাত হয় সোনাক্ষীর ইনস্টাগ্রামের একটি পোস্টকে কেন্দ্র করে। গত ৯ মে দুপুরে সোনাক্ষী তার ইনস্টাগ্রামে বেশ কটি ছবি পোস্ট করেন। তাতে দেখা যায়, কোনো একজন পুরুষের হাত জড়িয়ে ধরে আছেন সোনাক্ষী; আর তার বাঁ হাতের অনামিকায় শোভা পাচ্ছে একটি আংটি। ছবির ক্যাপশনে সোনাক্ষী লিখেন ‘এটি আমার কাছে গুরুত্বপূর্ণ একটি দিন। আমার জীবনের অন্যতম স্বপ্নের দিনটি সত্যি হয়ে ধরা দিয়েছে। আর আমি তা তোমার সঙ্গে ভাগ না করে পারছি না।’ বাগদানের গুঞ্জন উড়লেও বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন সোনাক্ষী। অবশেষে বিষয়টি নিয়ে কথা বললেন এই অভিনেত্রী। বুধবার (১১ মে) সোনাক্ষী তার ইনস্টাগ্রাম স্টোরিতে বেশ কিছু ছবি পোস্ট করে এ সম্পর্কিত ভক্তদের প্রশ্নের উত্তর দিয়েছেন। এক ভক্ত প্রশ্ন করেন কে সেই সৌভাগ্যবান ব্যক্তি? উত্তরে সোনাক্ষী লিখেন, ‘আমি।’ আপনি কি জীবন সঙ্গী খুঁজে পেয়েছেন? জবাবে সোনাক্ষী লিখেন, ‘যদি এতই সহজ হতো!’ আরেক ভক্ত প্রশ্ন করেন তা হলে কি আপনি হীরার কোনো ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হয়েছেন? সোনাক্ষীর সোজা জবাব, ‘নো ডার্লিং, আমি আসল সোনা।’ ‘নোটবুক’ খ্যাত অভিনেতা জহির ইকবালের সঙ্গে সোনাক্ষীর প্রেমের গুঞ্জন অনেক দিন ধরেই উড়ছে। গত বছর জহির ইকবালকে জন্মদিনের শুভেচ্ছা জানান সোনাক্ষী। এরপর থেকেই এই জুটির সম্পর্ক নিয়ে বলিপাড়ায় কানাঘুষা শুরু হয়। অনেকেই ধারণা করছেন, প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তারা। যদিও এ জুটির দাবিÑ‘তারা খুব ভালো বন্ধু।’ ‘দাবাং’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে সোনাক্ষীর। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন সালমান খান। এ অভিনেত্রীর পরবর্তী সিনেমা ‘ডাবল এক্সেল’। এতে তার সহশিল্পী হুমা কুরেশি কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করছেন। সিনেমাটিতে সোনাক্ষীর সঙ্গে জহির ইকবালকেও দেখা যাবে। তা ছাড়া ‘কাকুডা’ সিনেমায় দেখা যাবে সোনাক্ষীকে। এতে আরো অভিনয় করবেন রিতেশ দেশমুখ।
আরও পড়ুন
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব