January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, September 21st, 2022, 9:22 pm

বাঘিনী রূপনাকে বাড়ি উপহার দেয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

সাফ উইমেনস চ্যাম্পিয়নশিপ ২০২২-এর শিরোপা জয়ী বাংলাদেশ মহিলা ফুটবল দলের গোলরক্ষক রূপনা চাকমার জন্য তার নিজ শহর রাঙামাটিতে একটি বাড়ি তৈরি করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ সময় বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে থাকাকালেই রূপনা চাকমার জরাজীর্ণ বাড়ির একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে তার নজরে আসলে তিনি এ নির্দেশ দেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহাসানুল করিম বিষয়টি ইউএনবিকে নিশ্চিত করেছেন।

রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বাংলাদেশের হয়ে প্রথম সাফ উইমেনস চ্যাম্পিয়নশিপ শিরোপা জয়ের জন্য রূপনা চাকমা এবং সতীর্থ রিতু পর্ণার বাড়িতে মিষ্টি, ফল ও ফুল দিয়ে যান।

—ইউএনবি