অনলাইন ডেস্ক :
ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লভিভের মেয়র জানিয়েছেন, রুশ আগ্রাসনে বাস্তুচ্যুত হয়ে পড়া ২ লাখ ইউক্রেনীয় নাগরিকের আশ্রয় ও খাবারের ব্যবস্থা করতে হিমশিম খাচ্ছেন তারা। দেশের যুদ্ধ কবলিত অংশ থেকে এসব ইউক্রেনীয় লভিভে আশ্রয় নিয়েছেন। লভিভের মেয়র অ্যান্ড্রি স্যাডোভি এক ভিডিও বার্তায় বলেন, ‘ইতোমধ্যে প্রায় দুই লাখ ইউক্রেনীয় লভিভে পৌঁছেছে। গোলা ও বোমা থেকে বাঁচতে নিজেদের বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে নারী, শিশু, বৃদ্ধরা। আমরা প্রত্যেকের জন্য খাবার এবং অন্য প্রয়োজনীয় জিনিসের ব্যবস্থা করছি। কিন্তু ট্রেন যত আসছে, সংখ্যা তত বাড়ছে।’ মেয়র অ্যান্ড্রি স্যাডোভি ইউক্রেনের লভিভে সহায়তা দিতে আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘আমাদের অস্থায়ী বসবাসের জন্য ভ্রাম্যমাণ কেন্দ্র প্রয়োজন, যার সঙ্গে থাকবে বাথরুম এবং খাবারের দোকান। মেডিক্যাল এবং মনস্তাত্ত্বিক সমর্থন, ওষুধ, বুলেটপ্রুফ ভেস্ট ও হেলমেট প্রয়োজন। শিশু এবং প্রাপ্তবয়স্কদের জন্য ভ্রাম্যমাণ হাসপাতালও প্রয়োজন।’ গত সোমবার আলাদা এক বিবৃতিতে মেয়র অ্যান্ড্রি স্যাডোভি জানান লভিভ ইতোমধ্যেই সক্ষমতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। বাস্তুচ্যুত মানুষদের আশ্রয় দিতে শহরের প্রায় ৪৪০টি সাংস্কৃতিক এবং শিক্ষা কেন্দ্র ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া ৮৫টি ধর্মীয় ভবনেও তাদের আশ্রয় দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
আরও পড়ুন
লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলের ঘটনায় সম্ভাব্য কারণগুলো খতিয়ে দেখছেন তদন্তকারীরা
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার
দাবানলে পুড়ছে হলিউড হিলস