January 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, December 12th, 2021, 8:20 pm

বিক্ষোভে উত্তাল অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা

অনলাইন ডেস্ক :

করোনাভাইরাসের বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। টিকা বাধ্যতামূলক এবং যারা টিকা নেননি, তাদের ঘরে থাকার নিয়ম জারির বিরুদ্ধে গত শনিবার ৪৪ হাজারেরও বেশি মানুষ রাজপথে বিক্ষোভে নামেন। এর আগে দেশটিতে করোনাভাইরাস ছড়িয়ে পড়া বন্ধ করার জন্য সংশ্লিষ্ট স্বাস্থ্যবিধি জারি করে কর্তৃপক্ষ। এরমধ্যে গত মাস থেকে করোনা টিকা নেওয়া বাধ্যতামূলক করে সরকার। টিকা না নেওয়া থাকলে ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়। সরকারের এমন পদক্ষেপ মানতে নারাজ সাধারণ মানুষজন। এর প্রতিবাদে তারা রাস্তায় নেমে পড়েছেন। এক বিক্ষোভকারী বলেন, আমরা স্বাধীনতা ও টিকা নেওয়ার বিরুদ্ধে লড়াই করছি। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আরোপিত বিধিনিষেধ ও টিকা নেওয়াকে জনগণের ইচ্ছার বিরুদ্ধে চাপিয়ে দেওয়া বলছে অনেকে। যারা টিকা নেবে না তাদের জরিমানার আওতায় আনার বিধানও রেখেছে অস্ট্রিয়া সরকার। এ বিক্ষোভ কেন্দ্র করে যেকোনো নাশকতা মোকাবিলা করতে নিরাপত্তা বাহিনীর ১৪০০ সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে রয়টার্সের এক প্রতিবেদনে। এ ছাড়া বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তিনজনকে আটকেরও খবর পাওয়া গেছে। অস্ট্রিয়ার রক্ষণশীল ফ্রিডম পার্টির নেতা হার্বাট কিকলের ডাকে এই হাজার হাজার জনতা রাস্তায় নামেন বলেও জানা গেছে। নভেম্বর থেকে ইউরোপের অন্যান্য দেশের মতো অস্ট্রিয়াতেও করোনার সংক্রমণ বাড়ছে। ফলে টিকা নেওয়া বাধ্যতামূলক করে দেশটির সরকার। অস্ট্রিয়ার জনগণের ৬৮ শতাংশ লোক এখন পর্যন্ত দুই ডোজ টিকার আওতায় এসেছেন।