জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া (বিজয়নগর):
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের ঢাকা সিলেট মহাসড়কের গাছতলা নামক এলাকায় দুর্ঘটনা ঘটে। এতে ৩ জন নিহত এবং ৭ জন আহত হয়।
নিহতদের মধ্যে একজনের নাম-ঠিকানা পাওয়া যায় সে আসাদ মুন্সী (৩৫ ), পটুয়াখালী, বরিশাল। বাকি ২ জনের নাম-ঠিকানা জানা যায়নি।
আহতরা হলেন ১/জেসমিন (২৩) আমতলি বরিশাল ২/ সোহাগ (৩০) উমেদনগর হবিগঞ্জ.৩/ আব্দুল আউয়াল (৬৫), মাধবপুর, হবিগঞ্জ ৪/ মইনুদ্দিন (৩১) রায়পুরা নরসিংদী ৫/ মনির (৩৫) আান্দিউড়া, মাধবপুর, হবিগঞ্জ, ৬/ শাহজাহান (২৪) উমেদনগর হবিগঞ্জ, ৭/ প্রদীপ সরকার (৩২) হবিগঞ্জ.
১৮ জুলাই মঙ্গলবার বিকাল প্রায় ৫ঃ১৫ মিনিটে ঢাকা-সিলেট মহাসড়কের উপর এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, সিলেটমুখী টাটা মটরের ডি আই মিনি ট্রাক গাড়ির সাথে মহাসড়কে নিষিদ্ধ সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ, তা এড়াতে ডি আই মিনি ট্রাক মহাসড়কের মধ্যখানে চলে যায় এ সময় ঢাকা অভিমুখী মর্ডান পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়, তখন মডার্ন পরিবহ ছিটকে মহাসড়কের উত্তর সাইডে চলে যায়, তৎক্ষণাৎ ঐ সময় ঢাকা থেকে ছেড়ে যাওয়া সিলেটের উদ্দেশ্য প্রাণ গ্রুপের ট্রাক সংঘর্ষ এড়াতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের দক্ষিণের খাদে চলে যায়।
এ সময় রক্তাক্ত অবস্থায় আহতদের চিৎকারে উদ্ধারকাজে এলাকার সাধারণ জনগণ এগিয়ে আসে , উক্ত দুর্ঘটনায় ঘটনাস্থলে দুজন নিহত হয়, এবং ৮ জন গুরুত্বর আহত অবস্থায় তাদেরকে এলাকাবাসী উদ্ধার করে পার্শ্ববর্তী মাধবপুর সদর হসপিটালে প্রেরণ করেন। হসপিটালে নেওয়ার পর আরো একজন মারা যায় এতে মোট তিনজন নিহত হয়।
উক্ত ঘটনার খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিস কর্মীরা জরুরি ভিত্তিতে উদ্ধারে এগিয়ে আসে এবং কিছুক্ষণের মধ্যেই বিজয়নগর ফায়ার সার্ভিস কর্মীরাও উদ্ধার কাজ অংশ নেয়। প্রায় এক ঘন্টা মহাসড়ক বন্ধ ছিল খাঁটি হাতা হাইওয়ে থানা পুলিশ ও ইসলামপুর পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা উপস্থিত হয়ে মহাসড়কের যান চলাচলের স্বাভাবিকতা ফিরিয়ে আনেন।
এ দুর্ঘটনার খবর খাঁটিহাতা হাইওয়ে থানার ইনচার্জ সুখেন্দু বসু ,মাধবপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ মনতোষ মল্লিক এবং বিজয়নগর ফায়ার সার্ভিসের ইনচার্জ মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আরও পড়ুন
আওয়ামী লীগ দেশের ওলামাদের নিয়ে তাচ্ছিল্য করেছে —রংপুরে শামসুজ্জামান দুদ
রংপুরে এক্্র ক্যাডেটস্্ মিলনমেলা অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জে অস্ত্রসহ ব্যবসায়ীকে আটক করলো সেনাবাহীনী