অনলাইন ডেস্ক :
দেশের সংগীতাঙ্গনের জনপ্রিয় তারকা শায়ান চৌধুরী অর্ণব ও তাহসান রহমান খানকে এবার দেখা যাবে একটি বিজ্ঞাপন চিত্রে। তাদের বিজ্ঞাপন চিত্রটি নির্মাণ করেছেন আদনান আল রাজীব। তাহসানকে এর আগে বিভিন্ন বিজ্ঞাপন চিত্রে দেখা গেলেও এবারই প্রথম কোনো বিজ্ঞাপনে অভিনয় করেছেন অর্ণব। আদনান আল রাজীব জানান, গত সোমবার নাইন অ্যান্ড হাফ স্টুডিওতে বিজ্ঞাপনটির শুটিং হয়েছে। এটি পানীয় ব্র্যান্ড কোকা-কোলার। চলতি মাসের শেষদিকে বিজ্ঞাপনটি উন্মুক্ত করা হবে।
আরও পড়ুন
সাকিব এবং তামিমের বিদায় নিশ্চিত হয়েই গেল
প্রথমদিনেই বক্স অফিসে বাজিমাত
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত