অনলাইন ডেস্ক :
অভিনয়ের পাশাপাশি নাটক ও বিজ্ঞাপনচিত্র নির্মাণ করে থাকেন সিদ্দিকুর রহমান। এবার নতুন একটি বিজ্ঞাপন নির্মাণ করলেন তিনি। এতে মডেল হয়েছেন ইমন-তানহা তাসনিয়া। খুব শিগগির নয়া পল্টন চায়না টাউন শপিং সেন্টারের নতুন এই বিজ্ঞাপন বিভিন্ন টিভিতে প্রচার শুরু হবে। ইমন-তানহা তাসনিয়া ছাড়াও অনামিকা ঐশী, আরিয়ানা জামান, সিয়ামসহ অনেকে কাজ করেছেন। বিজ্ঞাপন প্রসঙ্গে সিদ্দিকুর রহমান বলেন, ‘অভিনয়ের মতো পরিচালনার কাজটি দারুণ উপভোগ করি। এবারের বিজ্ঞাপনটি খুব অল্প সময়েই বড় পরিসরে নির্মাণ করেছি। বিশ্বাস করি, এটি প্রচারে আসার পর দর্শকের মাঝে ভালো সাড়া ফেরবে।’ সিদ্দিক অভিনীত বেশ কিছু নাটক ঈদুল ফিতরে প্রচার হবে। এরমধ্যে একটি হচ্ছে ‘খোদা হাফেজ ঢাকা’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন তানিন তানহা। অভিনয়ের পাশাপাশি নাটকটি পরিচালনাও করেছেন সিদ্দিক। তার অন্যান্য নাটকগুলো হলোÑ ‘বউয়ের বয়ফ্রেন্ড’, ‘চোরের প্রেম’, ‘এঙ্গেজমেন্ট’, ‘চলো পালাই’ প্রভৃতি।
আরও পড়ুন
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত