অনলাইন ডেস্ক :
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা পর্ব শেষে দুবাইয়ে ফিরে গিয়েছিলেন শোয়েব মালিক। সেখান থেকে ফরচুন বরিশাল ফ্র্যাঞ্চাইজিকে জানিয়ে দেন, তিনি আর বাংলাদেশে ফিরছেন না। আকস্মিক এই সিদ্ধান্তের পর খুলনা টাইগার্সের বিপক্ষে তার এক ওভারে তিনটি নো বল দেওয়া নিয়ে প্রশ্ন উঠে। স্পট ফিক্সিংয়ের অভিযোগও তুলেছেন কেউ কেউ। তবে শোয়েবকে নিয়ে পরিস্থিতি নতুন মোড় নিয়েছে। আবার বিপিএলে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের এই অলরাউন্ডার। বরিশালের হয়ে ঢাকা পর্বের তিন ম্যাচে শোয়েব মালিক খুব একটা ভালো করতে পারেননি। রংপুরের বিপক্ষে প্রথম ম্যাচে অপরাজিত ছিলেন ১৭ রানে।
দ্বিতীয় ম্যাচে করেন অপরাজিত ৫ রান। সবশেষ ম্যাচে ৭ রান করে আউট হন তিনি। তার ফিরে যাওয়ার পর দলে নেওয়া হয় আরেক পাকিস্তানি ক্রিকেটার আহমেদ শেহজাদকে। সিলেটে দুই ম্যাচে দারুণ ব্যাটিং করেছেন এই ওপেনার। শোয়েবের পুনরায় বরিশালে যোগ দেওয়া নিয়ে ফরচুন বরিশাল এক বিবৃতিতে জানিয়েছে, আগামী ২ ফেব্রুয়ারি দলের সঙ্গে যোগ দেবেন শোয়েব মালিক। এদিকে, প্রথম ম্যাচে জয়ের পর টানা তিন ম্যাচ হেরেছে বরিশাল। মঙ্গলবার পঞ্চম ম্যাচে এসে আবার জয় পেয়েছে দলটি। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারিয়েছে তারা। দলটির পরের ম্যাচ খুলনার বিপক্ষে, আগামী ৩ ফেব্রুয়ারি।
আরও পড়ুন
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
শেষ ওভারে ৩ ছক্কা ৩ চার, ৩০ রান নিয়ে রংপুরকে জেতালেন নুরুল