January 26, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 19th, 2021, 6:19 pm

বিরাট-আনুশকার মেয়ের চেহারা দেখতে মরিয়া অনুরাগীরা

অনলাইন ডেস্ক :

সম্প্রতি বিরাট এবং ভামিকার একটি ছবি ইনস্টাগ্রামে দিয়েছিলেন আনুশকা। কিন্তু ভামিকা ছিল অন্তরালে। মেয়ে ভামিকার দিকে তাকিয়ে হাসছেন ভারতীয় ক্রিকেট অধিনায়ক বিরাট। ছবিটি শেয়ার দিয়ে আনুশকা লিখেছেন ‘এই ছবি জুড়ে আমার সমস্ত হৃদয়।’ দেখতে দেখতে বয়স ১০ মাস পার হয়েছে ভামিকার। ফেসবুক, ইনস্টাগ্রামে মাঝেমধ্যেই মেয়ের ছবি প্রকাশ করলেও চেহারা কখনো প্রকাশ্যে আনেননি। তবুও ভামিকার অন্তরালের ছবি দেখতে পেরেই আনন্দিত অনেক ভক্ত। আনুশকার শেয়ার করা ছবিতে অনেকে অনেক ধরনের মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘ওদের থেকে যেন চোখ সরানো যায় না’। কেউ আবার লিখেছেন, ‘বাবা-মেয়ের কী সুন্দর ভালোবাসা। ওদের যেন নজর না লাগে।’ অনেকেই ভামিকার মুখ দেখতে চাইছেন। তাকে ক্যামেরার সামনে আনতে তারকা-দম্পতিকে অনুরোধ করেছেন তারা। এভাবেই অনুরাগীদের উৎসাহে ভামিকা এখন টুইটারে ট্রেন্ডিং। ভামিকা জন্মানোর ঠিক আগে এক সাক্ষাৎকারে আনুশকা জানিয়েছিলেন, সন্তানকে আর পাঁচটি শিশুর মতো সাধারণভাবে বড় করতে চান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ভামিকাকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। এখনো সেই সিদ্ধান্তে অনড় বিরুস্কা।