অনলাইন ডেস্ক :
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে টানা দুটি টি-টোয়েন্টি সিরিজে ভালো বোলিং করে খ্যাতি কুড়িয়েছেন নাসুম আহমেদ। মিরপুরের স্লো উইকেটে নাসুম ছাড়াও বাকি স্পিনাররা দারুণ বল করেছে। সামনে এবার বিশ্বকাপ। আরব আমিরাতের উইকেট নিঃসন্দেহে স্পোর্টিং হতে যাচ্ছে। সেখানে স্পিনারদের বোলিং করা হবে বড় চ্যালেঞ্জ। অভিষেকের পর টানা তিন সিরিজ জয় দেখা নাসুম মনে করেন, উইকেট যেমনই হোক তাদের ভালো করতেই হবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে জেতা সিরিজে নাসুম ৮ উইকেট নিয়েছিলেন। নিউ জিল্যান্ডের বিপক্ষে ৩-২ ব্যবধানে জেতা সিরিজেও সমান সংখ্যক উইকেট নেন তিনি। শুক্রবার মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নাসুম বলেন, ‘আসলে এখানে (বিশ্বকাপে) চ্যালেঞ্জ বলতে কিছু নেই, ভালো করতে হবে যে কোনো উইকেটে। আমাদের চেষ্টা থাকবে ভালো করার। আমরা ভালো করব ইনশাল্লাহ।’ আগামী রোববার বিশ্বকাপের উদ্দেশ্যে যাত্রা করবে মাহমুদউল্লাহর নেতৃত্বাধীন বাংলাদেশ। এর আগেই আইপিএল খেলতে সেখানে আছেন সাকিব আল হাসান আর মুস্তাফিজুর রহমান। সাকিব কোনো ম্যাচ না খেললেও মুস্তাফিজ খেলছেন প্রতিটি ম্যাচে। তাদের থেকেও উইকেট সম্পর্কে ধারণা পাওয়া যাবে বলে মনে করেন নাসুম। তিনি বলেন, ‘অবশ্যই তারা ওখানে অনেক দিন যাবত আছে। সেখানকার উইকেট সম্পর্কে তাদের ভালো ধারণা থাকবে। অবশ্যই এটার একটা ধারণা পাব আমরা।’
আরও পড়ুন
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
শেষ ওভারে ৩ ছক্কা ৩ চার, ৩০ রান নিয়ে রংপুরকে জেতালেন নুরুল