অনলাইন ডেস্ক :
চলমান করোনায় বিশ্বে মৃত্যু সংখ্যা ৬৩ লাখ ১৫ হাজার ছাড়ালো। যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৫৩ কোটি ৩৫ লাখ ৩৮ হাজার ৫০৭ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৬৩ লাখ ১৫ হাজার ৭২১ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা আট কোটি ৬১ লাখ ৪৬ হাজার ৯৫৫ জন এবং মৃত্যুবরণ করেছে ১০ লাখ ৩২ হাজার ৪১০ জন।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৩১ লাখ ৬৫ হাজার ৭৩৮ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৪ হাজার ৬৩৬ জনে।
আরও পড়ুন
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
দাবানলে পুড়ছে হলিউড হিলস