অনলাইন ডেস্ক :
সরকারি হাসপাতালের বেডে ঘুমাচ্ছে কুকুর। সম্প্রতি এমনই দৃশ্যের দেখা মিলেছে ভারতের বিহার রাজ্যের একটি সরকারি হাসপাতালে। কুকুর ঘুমানোর ঘটনার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। এই ঘটনার পর বিহারের সরকারি স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, বিহারের একটি হাসপাতালে পাশাপাশি থাকা অনেকগুলো বেডে বসে ও শুয়ে রয়েছেন রোগীরা। কেউ আবার ঘুমাচ্ছেন। তার ঠিক পাশে একটি বেডে ঘুমাচ্ছে তিনটি কুকুর। আরও একটি কুকুর ঘুরে বেড়াচ্ছে সেখানে। কিন্তু অদ্ভুতভাবে সেখানে হাসপাতালের কোনো কর্মীকে দেখা যায়নি। এ ছাড়া ওই ঘরে যে রোগীরা ছিলেন, তাদের মধ্যে কাউকেও দেখা যায়নি কুকুরগুলোতে তাড়ানোর চেষ্টা করতে। এই ভিডিও স্বাভাবিকভাবেই শোরগোল ফেলে দেয় সোশ্যাল মিডিয়ায়। হাসপাতালের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রোগীর বেডে কুকুর ঘুমানোর এই ভিডিওটি বিহারের সিওয়ান সদর হাসপাতালের জেনারেল ওয়ার্ডের। এই ঘটনায় হাসপাতালের পক্ষ থেকে ডা. ওয়াই কে শর্মা বলেন, ‘হাসপাতালের ওই ওয়ার্ডের একটি দরজা ভাঙা। সেখান থেকেই কুকুর ঢুকে পড়েছিল। বিষয়টি জানার পর সেখানে প্লাস্টার করা হয়েছে। হাসপাতালটি অনেক পুরনো। পরবর্তীতে আর সমস্যা হবে না বলেই আশা করছি।’
আরও পড়ুন
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
দাবানলে পুড়ছে হলিউড হিলস