জেলা প্রতিনিধি, সিলেট:
সিলেটের বিয়ানীবাজার কুড়ারবাজার ইউনিয়ন বিএনপির কাউন্সিলে দু’গ্রুপের ব্যাপক সংঘর্ষে সম্মেলন পন্ড হয়ে গেছে। সোমবার বিকেলে উপজেলা বিএনপি নেতা ফয়সল উদ্দিনের বাড়িতে আহুত কাউন্সিলে এ সংঘর্ষ হয়। এতে ব্যাপক ভাংচুর চালান বিবদমান দু’গ্রুপের অনুসারীরা। তবে শেষপর্যন্ত কমিটি ঘোষণা করেই কাউন্সিলস্থল ত্যাগ করেন জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।
জানা যায়, প্রায় ১০-১২দিন আগে বিয়ানীবাজার উপজেলাস্থ কুড়ারবাজার ইউনিয়ন বিএনপির কমিটি সমঝোতার মাধ্যমে চূড়ান্ত হয়। এতে সভাপতি পদে সাবেক চেয়ারম্যান এ এফ এম আবু তাহের, সাধারণ সম্পাদক ফয়সল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম আবুল ও যুগ্ম সম্পাদক পদে জুবের আহমদকে মনোনীত করা হয়। এর কিছুদিন পর সাধারণ সম্পাদক পদে আলী আহমদ মেম্বার প্রার্থীতা ঘোষণা করেন। এতে জঠিলতা বৃদ্ধি পায়।
এমন জঠিলতার অবসানে সোমবার বিকেলে কাউন্সিল অধিবেশন আহবান করেন সিলেট জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
কাউন্সিলে উপস্থিত উপজেলা বিএনপি নেতা আলী হাসান জানান, আজকের নির্ধারিত দিনে কাউন্সিল অধিবেশনে অতিথি হিসেবে যোগদান করেন জেলা বিএনপি নেতা আশিক উদ্দিন চৌধুরী, আবুল কাশেমসহ প্রমুখ। এমন প্রেক্ষাপটে প্রার্থীদের নাম আহবানকালে আলী আহমদ মেম্বার সহ-সভাপতি পদে নাম প্রস্তাব করলে হট্রগোল শুরু হয়। একপর্যায়ে উভয়পক্ষে সংঘর্ষ শুরু হলে ব্যাপক ভাংচুরের ঘটনা ঘটে।
পরবর্তীতে কাউন্সিল অধিবেশনস্থল ত্যাগ করে চলে যায় ৪টি ওয়ার্ডের বিএনপি নেতৃবৃন্দ।
বিয়ানীবাজার উপজেলা বিএনপির আহবায়ক নজরুল খান বলেন, কাউন্সিলে কিছুটা হট্রগোল হয়েছে, তবে সংঘর্ষের কোন ঘটনা ঘটেনি।
এদিকে উপজেলা বিএনপি নেতা আখতার হোসেন খান জাহেদ জানান, একটিপক্ষ হট্রগোল করে চলে গেছে। তবে কারো চলে যাওয়ায় কাউন্সিল থেমে থাকেনি। জেলা ও উপজেলা নেতৃবৃন্দ কাউন্সিলের মাধ্যমে সভাপতি হিসেবে এ এফ এম আবু তাহের, সাধারণ সম্পাদক ফয়সল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক, সিনিয়র সহ-সভাপতি আলী হাসান মেম্বার ও যুগ্ম সম্পাদক পদে জুবের আহমদ বিজয়ী হন।
আরও পড়ুন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন
কোম্পানীগঞ্জে বাস চাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২