অনলাইন ডেস্ক :
ভারতীয় অভিনেত্রী তাপসী পান্নু। বলিউড সিনেমাতেই এখন বেশি অভিনয় করছেন। জনপ্রিয় এই অভিনেত্রী জানিয়েছেন, বিয়ের জন্য সময় পাচ্ছেন তিনি। এক সাক্ষাৎকারে বিয়ের পরিকল্পনা নিয়ে জানতে চাইলে তাপসী বলেন, ‘এত সিনেমাতে সম্মতি দিয়েছি যে, আমার সব ডেট বুক হয়ে গেছে। পরিবার, বন্ধুবান্ধব, এমনকি নিজের জন্যও ডেট ফাঁকা নেই। বিয়ের দিন স্থির করব কী করে?’ অলিম্পিকে রুপাজয়ী ড্যানিশ ব্যাডমিন্টন তারকা ম্যাথিয়াস বোর সঙ্গে তাপসীর প্রেমের গুঞ্জন অনেকদিন থেকেই। এ প্রসঙ্গে তাপসী বলেন, ‘ম্যাথিয়াসের সঙ্গে সম্পর্ক গোপন করতে চাই না। আট বছরের সম্পর্ক, লুকোনোর কিছু নেই। কিন্তু আমি ব্যক্তিগত জীবনকে আলাদা রাখতে চাই। আমি চাই, আমার কাজ নিয়ে খবর হোক। ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নয়।’ তাপসীর সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা তামিল ভাষার ‘অ্যানাবেল সেতুপাতি’। মুক্তির অপেক্ষায় এই অভিনেত্রী ‘রাশমি রকেট’। এ ছাড়া সাবাশ মিতু’, ‘লুপ লাপেটা’, ‘জন গণ মন’, ‘দোবারা’, ‘অ্যালিয়েন’, ‘মিশান ইম্পসিবল’, ‘ব্লার’ সিনেমায় দেখা যাবে এই অভিনেত্রীকে।
আরও পড়ুন
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত