January 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, April 7th, 2022, 7:53 pm

বুবলীর চ্যালেঞ্জ বিয়ে করলে সূর্যকেই করবেন

অনলাইন ডেস্ক :

ঈদ সামনে রেখে বিগ বাজেটের তারকাবহুল সিনেমা মুক্তির প্রস্তুতি চলছে। এই তালিকায় রয়েছে শাপলা মিডিয়ার ‘বিদ্রোহী’। এর নির্মাতা শাহীন সুমন। শাকিব খান-বুবলী জুটির এই সিনেমার ট্রেইলার প্রকাশিত হয়েছে। ট্রেইলারে অ্যাকশনের পাশাপাশি রোমান্স দেখা গেছে। সংলাপের একপর্যায়ে শাকিব খানকে বুবলী বলেন, তুমি এখনও লোকাল হিরো। ত্রিভুজ প্রেমের টানাপড়েনে বুবলী চ্যালেঞ্জ ছুড়ে দেন বিয়ে যদি করি সূর্যকেই করবো। এতে সূর্য চরিত্রে শাকিব খানকে দেখা যাবে। ‘বিদ্রোহী’ সিনেমার শুটিং অনেক আগেই শেষ হয়েছে। কিন্তু করোনার কারণে সিনেমাটির মুক্তি পিছিয়ে যায়। এ সিনেমায় আরো অভিনয় করেছেন সাদেক বাচ্চু, মিশা সওদাগর, অমিত হাসান, শিবা সানু, ডন, সাবেরী আলম প্রমুখ।