January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, March 1st, 2024, 8:11 pm

বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ইতালি প্রবাসী পরিবারের মর্মান্তিক মৃত্যু

ইতালি প্রবাসী বাংলাদেশি সৈয়দ মোবারক আরও অনেকের মতো তার পরিবারের অন্য সদস্যদের সঙ্গে রাজধানীর বেইলি রোডের একটি বিরিয়ানি রেস্টুরেন্টে খেতে এসেছিলেন।

তারা হয়তো খাবার শেষ করেছিলেন অথবা করেননি, তা জানা না গেলেও এখন নিশ্চিত যে তারা জীবিত ফেরেননি।

বৃহস্পতিবার দিবাগত রাতে মোবারকের চাচাতো ভাই ফয়সাল সাংবাদিকদের বলেন, অগ্নিকাণ্ডে মোবারকসহ তার পরিবারের ৫ সদস্য মারা গেছেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সাংবাদিকদের ফয়সাল বলেন, দীর্ঘদিন বিদেশে থাকলেও এক মাসের মধ্যে ইতালি যাওয়ার কথা ছিল মোবারকের। আগুন সব কেড়ে নিয়েছে।

নিহতরা হলেন- সৈয়দ মোবারক (৪২), তার স্ত্রী স্বপ্না (৩৮), মেয়ে সৈয়দা তাশফি (১৭), ছেলে সৈয়দা নূর (১৫) ও সৈয়দ আব্দুল্লাহ।

প্রবাসী মোবারকের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামে। তিনি ঢাকার মগবাজার এলাকায় থাকতেন।

ফয়সাল বলেন, রাত ৮টার দিকে স্ত্রী স্বপ্না ও তাদের সন্তানদের নিয়ে বাসা থেকে বের হন মোবারক। সেই সময় জানিয়েছিলেন যে তারা ‘কাচ্চি ভাই’ নামের একটি রেস্টুরেন্টে খেতে যাচ্ছেন। তারা সেখানে পৌঁছানও। তবে আগুন লাগার পর তাদের আর খোঁজ মেলেনি।

পরে তাদের লাশ ঢামেক হাসপাতালের মর্গে পাওয়া যায়।

—–ইউএনবি