January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, August 6th, 2023, 8:38 pm

‘বেদের মেয়ে জোসনা’ সিনেমা নিয়ে যা বললেন আজিজ

অনলাইন ডেস্ক :

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ব্যবসাসফল সিনেমা ‘বেদের মেয়ে জোসনা’। মতিউর রহমান পানু পরিচালিত এ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন ও চিত্রনায়িকা অঞ্জু ঘোষ। জানা যায়, ১৯৮৯ সালের ৯ জুন মুক্তি পেয়েছিল সিনেমাটি। সে সময় এ সিনেমাটি আয় করেছিল প্রায় ২০ কোটি টাকা। তবে সম্প্রতি জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ এক সংবাদ সম্মেলনে বলেন, “বাংলাদেশে ‘বেদের মেয়ে জোসনা’ সিনেমার পর কোনো সিনেমাই ৫ কোটির বেশি আয় করতে পারেনি। ‘বেদের মেয়ে জোসনা’ সিনেমায় প্রযোজকের নিট আয় মাত্র ৭ কোটি টাকা।

আব্বাস ভাই (আব্বাস উল্লাহ) ও পিনু ভাই (মতিউর রহমান পিনু) প্রত্যেকে সাড়ে ৩ কোটি টাকা করে পেয়েছে। এটা পিনু ভাই নিজ মুখে আমাকে বলে গেছে।” এদিকে আগামী ২৫ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে ৮৩ কোটি টাকার বিশাল বাজেটে নির্মিত সিনেমা ‘এমআর-৯: ডু অর ডাই’। আবদুল আজিজ সংবাদ সম্মেলনে বলেন, “বাংলাদেশে থেকে ‘এমআর-৯’-এর পাঁচ ভাগের এক ভাগ টাকা উঠবে। তবে এ সিনেমাটি বিশ্বব্যাপী মুক্তি দেব বলে সেভাবেই বানানো হয়েছে।” তিনি আরও বলেন, ‘আমাদের বক্স অফিস টার্গেট ৭০০ কোটি টাকা। এর মধ্যে আমরা আমেরিকার একটি ওটিটির সঙ্গে ১০০ কোটি টাকায় রাইটস বিক্রির কথা বলে রেখেছি। এ ছাড়া বাংলাদেশ থেকে আমাদের টার্গেট ৫ কোটি টাকা নেট আয়ের।’