বেনাপোলের পুটখালী সীমান্তে দুইজনকে আটক করা হয়েছে। বুধবার দুপুরে আটকের সময় তাদের কাছ থেকে ১০টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে বলে দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
আটক দুইজন হলেন- বেনাপোল পোর্ট থানার খলসী গ্রামের মো. রমজান আলী হাবিবুর রহমান (২৯) ও মো. আবু বক্কর আক্তারুল ইসলাম (২৫)।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান বলেন, বুধবার দুপুরে পুটখালী সীমান্তের ইছাপুর খালপাড় জামে মসজিদের পাশে রাস্তার ওপর মোটর সাইকেলসহ দুই পাচারকারীকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, পরে এই দুই পাচারকারীর দেহ তল্লাশি করে জিন্সের প্যান্টের পকেট থেকে ১০টি স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দ করা স্বর্ণের ওজন এক কেজি ১৬৬ গ্রাম। যার বাজার মূল্য প্রায় এক কোটি টাকা।
এছাড়া আটক দু’জনের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান তানভীর রহমান।
—-ইউএনবি
আরও পড়ুন
ড. ইউনূসের ৫ মামলা বাতিলের রায়ে আইনি দুর্বলতা পাননি আপিল বিভাগ
চট্টগ্রাম আদালতের গায়েব হওয়া ১৯১১ নথির খোঁজ মেলেনি
রেলস্টেশনের মনিটরে অশ্লীল দৃশ্য : জড়িতদের খোঁজার নির্দেশ